আবারো কোক ওভেন থানা বড়সড় সাফল্য! দুর্গাপুরের বিভিন্ন এলাকায় মহিলাদের গলার সোনার চেন ও কানের সোনার দুল ইত্যাদি ছিনতাই এর সঙ্গে জড়িত থাকা একটি দুষ্কৃতী দল কে গ্রেফতার করলো কোক ওভেন থানার পুলিশ। এরা বাইক করে দুর্গাপুরের বিভিন্ন এলাকায় রাস্তায় থাকা মহিলাদের টার্গেট করত। বুধবার আনুমানিক বিকাল নগদ ডিপিএল কলোনি এলাকায় নাম্বার প্লেট বিহীন গাড়িতে দুজন সন্দেহজনক ব্যক্তিকে দেখে কোক ওভেন থানার পুলিশ এর সন্দেহ হয়। এরপর পুলিশ তাদেরকে জেরা করতেই তারা সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ পিছু পিছু ধাওয়া করে এবং একজনকে পাকড়াও করতে সক্ষম হলেও অপর ব্যক্তি পুলিশের অধরা হয়ে যায়। পুলিশের জিজ্ঞাসাবাদে সে ব্যক্তি স্বীকার করে ওই এলাকায় মহিলাদের সোনার হার ছিনতাইয়ের উদ্দেশ্যেই তারা ঘোরাফেরা করছিল।

এরপর তাকে জেরা করেই পুলিশ বোলপুর থেকে এই চক্রের আর একজনকে গ্রেফতার করে। ওই দুই দুষ্কৃতী একজন লক্ষ্মী সাহানি বয়স ৫০,বোলপুরের বাসিন্দা; অপরজন মনিরুল মিদ্দা বয়স ৪০, বড়জোড়ার বাসিন্দা। লক্ষীর দুই পা ভাঙ্গা ও তার কোমরের সমস্যা রয়েছে, তারপরও সে এই ধরনের দুষ্কৃতী মূলক কাজকর্ম দাপটের সঙ্গে করত। পুলিশ এদের ১০ দিনের পুলিশি হেফাজত চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে।