দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে কর্মরত ১ টিকা শ্রমিকের মৃত্যুকে ঘিরে উত্তেজনা। সূত্রে জানা যায় সোমবার সকালে দুর্গাপুরের বিদ্যাপতি রোডের বাসিন্দা কানাই বড়ুয়া (৩৫), এক ঠিকাদারের অধীনে কাজ করার সময় আচমকাই প্রচুর উঁচু জায়গা থেকে নিচে পড়ে যায়। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পরই শ্রমিক নিরাপত্তা নিয়ে সোচ্চার হোন মৃতের সহকর্মীরা। তাদের অভিযোগ শ্রমিকদের নিরাপত্তার ন্যূনতম সরঞ্জাম টুকু নেই।

প্রতিদিনই প্রাণ হাতে নিয়ে কাজ করতে হয় তাদের। অন্যদিকে মৃত যুবকের ক্ষতিপূরণের দাবী জানিয়ে এন আই টি গেটের সামনে ধরনায় বসেছেন মৃতের পরিবার ও আত্মীয়-স্বজন ঘটনাস্থলে রয়েছে দুর্গাপুর থানার পুলিশ। এই ঘটনা প্রসঙ্গে মৃত দিদি, জয়ন্তী লায়েক জানান আমার ভাইয়ের ছোট ছোট দুটো সন্তান রয়েছে। সে পরিবারের একমাত্র রোজগারের ছিল। ভাই যার কাছে কাজ করতো সে এখন ফোন বন্ধ করে রেখেছে। এখন এই সংসারটা চলবে কি করে তা নিয়ে আমরা চিন্তায় রয়েছি।

এই ঘটনায় মৃতের এক প্রতিবেশী সুরেশ বাউরী জানান কাজের জায়গায় কোন নিরাপত্তা নেই। সেফটি বেল্ট নেই, নেই কোন নিরাপত্তা সরঞ্জাম তাই এর তীব্র প্রতিবাদ জানিয়ে ক্ষতিপূরণের দাবিতে গেটের সামনে বিক্ষোভ দেখাচ্ছি।

অন্যদিকে তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা বানটি সিং জানান আমরা এন আই টি কর্তৃপক্ষের সাথে কথা বলেছি নিয়ম অনুযায়ী ১৩ লক্ষ ৫০ হাজার টাকা আর্থিক ক্ষতিপূরণ ও মৃতের পরিবারের একজনের চাকরি দাবি জানানো হয়েছে কর্তৃপক্ষকে। কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনা করে দেখবেন বলে জানিয়েছেন।

শ্রমিক মৃত্যুকে ঘিরে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠল সংশ্লিষ্ট শিকার ঠিকাদার সংস্থাটির বিরুদ্ধে ! প্রশ্ন উঠেছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি কিভাবে এমন একটি সংস্থাকে কাজের বরাত দিয়েছে?? মঙ্গলবার বিকেলে সাড়ে পাঁচটায় শ্রমিকের মৃতদেহ নিয়ে এনআইটি গেটে বিক্ষোভ প্রদর্শন করে অন্যান্য ঠিকা কর্মীরা।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর