আজ ইসলাম ধর্মাবলম্বী মানুষদের পবিত্র ঈদ। ঠিক তার আগের দিন রাতে বিজেপির ব্যানার লাগানো ঘিরে চরম উত্তেজনা দুর্গাপুরের চন্ডীদাস বাজার এলাকায়। সকাল হতেই দেখা গেল মার্কনি রোড ও শরৎচন্দ্র এভিনিউ রোটারিতে ব্যানার লাগানো রয়েছে। সেখানে লেখা রয়েছে “হিন্দু হিন্দু ভাই ভাই, ২৬ শে বিজেপিকে চাই”। এই ঘটনায় শুরু হয় রাজনৈতিক তরজা। এই বিষয়ে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুজিত মুখার্জি বলেন, ধর্ম নিয়ে খেলা করাটাই এদের কাজ! বর্তমানে রাজ্যের মানুষ আর বোকা নেই। বিজেপি যদি ভেবে থাকে ধর্ম নিয়ে খেলা করে ক্ষমতায় আসবে তাহলে ওরা মূর্খের স্বর্গে বাস করছে।

অন্যদিকে বিজেপির বর্ধমান জেলা সাংগঠনিক সহ সভাপতি চন্দ্রশেখর ব্যানার্জি বলেন, শাসকদল বিশেষ সম্প্রদায়ের মানুষকে গুরুত্ব দিয়ে রাজ্যে বিশৃংখলা সৃষ্টি করতে চাইছে। মানুষ এর যোগ্য জবাব দেবে।