বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া এহসান দুর্গাপুরের দুর্গাপূজা কার্নিভালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন – এমন ঘোষনার পরেই চড়ল রাজনৈতিক পারদ। বিষয়টি ঘিরে ক্ষোভে ফেটে পড়লো বিজেপি শনিবার দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরের সামনে এবং এসডিও বাংলোর সামনে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি আয়োজন করে বিজেপি কর্মী ও নেতৃত্বরা। বিজেপি জেলা সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, “এক বাংলাদেশী নাগরিককে রাজ্য সরকারের পুজো কার্নিভাল মঞ্চে আমন্ত্রণ জানানো অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত। রাজ্যে নিজস্ব শিল্পী ও সংস্কৃতিকে উপেক্ষা করে বাইরে থেকে তারকা এনে গ্ল্যামার দেখানো মানে বাংলার শিল্পীদের অপমান।”

প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত কর্মীরা “বাংলার গর্ব বাংলার মঞ্চে বিদেশী কেন?” স্লোগান দিয়ে বিক্ষোভ দেখান। হাতে প্ল্যাকার্ড নিয়ে তারা প্রশাসনের বিরুদ্ধে তীব্র খুব উগরে দেন। ঘটনাকে কেন্দ্র করে দুর্গাপুর জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন দুর্গাপুরের মত শহরে জয়া এহসানের মতন শিল্পীর আগমন সাংস্কৃতিক বিনিময়ের প্রতীক। এটিকে রাজনীতির রঙে রাঙানো উচিত নয়। বাংলা সংস্কৃতিকে বিজেপি বারবার কালিমা লিপ্ত করেছে। বাংলার মানুষ তার জবাব দেবে।”
দুইদলের পাল্টাপাল্টি মন্তব্যে সরগরম দুর্গাপুরে রাজনৈতিক মহল কার্নিভালে জয়া এহসানের উপস্থিতি ঘিরে উত্তাপ যে এখনো কমছে না তা বলাই বাহুল্য।
ব্যুরো রিপোর্ট, Lcw India দুর্গাপুর