গতকাল বজ্রপাতে প্রাণ হারালেন নিউপিটের বাসিন্দা রামদেব কোলে। বয়স আনুমানিক ৩৫ বছর। পেশায় দিনমজুর রামদেব বাবু তার পিতা বুধান কোলের সঙ্গে নিউপিট এলাকায় বসবাস করতেন। হঠাৎ গতকাল বিকেলে আচমকা বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হ ন স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গেই তাকে লাউদোহা হাসপাতালে নিয়ে যায়, সেখানকার চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ।

পরে তার মৃতদেহ লাউদোহা থানায় নিয়ে যাওয়া হয় আইনগত প্রক্রিয়ার জন্য। এরপর সেখান থেকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় দুর্গাপুরের বিধান নগর মহকুমা হাসপাতালে। সোমবার তার মৃতদেহ নিজের বাড়িতে নিয়ে এলে কোথায় এলাকা নেমে আসে শোকের ছায়া স্বজনদের কান্না পরিবেশ ভারী হয়ে ওঠে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান গোগলা অঞ্চলের সভাপতি গৌতম ঘোষ ও গোগলা গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্যামল বাগদি।

তারা সুখ্য সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং প্রয়োজনের পরিবারের পাশের থাকার আশ্বাস দেন। হঠাৎ করে এই ধরনের ঘটনায় প্রাণহানি হওয়ায় আতঙ্কিত এলাকাবাসী। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা এলাকাবাসীদের সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন এবং জানিয়েছেন খুব প্রয়োজন না থাকলে বজ্রপাতের সময় বাইরে না বেরোনোই ভালো