দুর্গাপুরে নিউ টাউনশিপ থানার অন্তর্গত ৩০ নম্বর ওয়ার্ডের বিওজিএল প্ল্যান্ট সাইডের জঙ্গলে মধ্যে গাছে ঝুলছে দড়ি দিয়ে পেঁচানো দেহ, এমনই এক অভাবনীয় দৃশ্য লক্ষ্য করেন স্থানীয়রা। পুলিশ এসে দেহটি উদ্ধার করে । স্থানীয় সূত্রে জানা যায় মৃত যুবকের নাম রাহুল সিং বয়স আনুমানিক ২৬ বছর, দুর্গাপুরের ৩০ নম্বর ওয়ার্ডের ভগৎ সিং পল্লীর বাসিন্দা। জানা যায় অন্যান্য দিনের মতন রবিবার দুর্গাপুরের একটি বেসরকারি ইস্পাত কারখানায় নাইট শিফট ডিউটিতে গিয়েছিল রাহুল সোমবার সকালে কাজ সেরে বাড়ি ফিরে এরপর পুনরায় বাড়ি থেকে বেরিয়ে যায় সোমবার বিকেল সাড়ে তিনটে নাগাদ স্থানীয়রা তার ঝুলন্ত দেহ দেখতে পান। এরপর মুখে মুখে এই খবর চাউর হতেই ভিড় জমতে থাকে এলাকায়। এরপর খবর দেওয়া হয় নিউ টাউনশিপ থানায়।

নিউ টাউনশিপ থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। এই ঘটনা প্রসঙ্গে রাহুলের মামা বচ্চন সিং ও অন্যান্য আত্মীয়রা জানান ওর পা ভাঙ্গা, এছাড়া পায়ে চটি পড়ে আছে? ও গাছে উঠবে কি করে? তাদের দাবি রাহুলকে খুন করা হয়েছে। অবিলম্বে খুনিদের সনাক্ত করে তাদের উপযুক্ত শাস্তির দাবি জানান পরিবারের সদস্য। এখন একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যদি রাহুলের পা ভাঙ্গাই হবে এবং চটি পড়ে সে কিভাবে কত বড় গাছে চেপে আত্মহত্যা করল? খুন নাকি আত্মহত্যা এই ঘটনার সত্যতা খুঁজতে ঘটনার তদন্ত শুরু করেছে নিউ টাউনশিপ থানার পুলিশ।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর