spot_img
Thursday, September 4, 2025
Durgapur
few clouds
26.6 ° C
26.6 °
26.6 °
89 %
2.8kmh
14 %
Thu
26 °
Fri
33 °
Sat
33 °
Sun
33 °
Mon
35 °
Homeদুর্গাপুরমৃত্যুকুপে পরিণত জাতীয় সড়কের সার্ভিস রোড ও রাজ্যসড়ক

মৃত্যুকুপে পরিণত জাতীয় সড়কের সার্ভিস রোড ও রাজ্যসড়ক

-

রাজ্য সরকারের অধীনে থাকা রাস্তা ঘুরার বেহাল অবস্থা, পাশাপাশি জাতীয় সড়কের সার্ভিস রোডে বিপজ্জনক গর্ত। এই দুই মিলিয়ে দুর্গাপুর শিল্পাঞ্চলের রাস্তাঘাট যেন এক একটি মৃত্যুকূপে পরিণত হয়েছে! প্রতিদিন ডান হাতে নিয়ে চলতে হচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে পেশাদার গাড়ি চালকদেরও। বামুনারা থেকে মুচিপাড়া পর্যন্ত রাজ্য পূর্ত দপ্তরের রাস্তায় বড় বড় গর্তের কারণে চলাচল কার্যত দু:সাধ্য হয়ে উঠেছে। বেহাল এই রাস্তা প্রসঙ্গে সাফাই গেয়ে গোপালপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বলেন, রাস্তাটা ভালই ছিল! অতি বর্ষণের ফলে এবং অতিরিক্ত যানবাহন চলাচলের রাস্তার এই বেহাল দশা।

 ভারী ট্রাক বাস ও ছোট গাড়িগুলি এই রাস্তায় চলতে গিয়ে পড়ছে বড় বিপদের মুখে আর যেখানে রাজ্য সড়কের শেষ সেখান থেকেই শুরু ১৯ নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোড, যার অবস্থা আরো ভয়াবহ। অনেকাংশেই সেই রাস্তাটি দেখে মনে হবে যেন পুকুরে পরিণত হয়েছে। এইসব গর্তে গাড়ি পড়ে দুর্ঘটনার আশঙ্কা অত্যন্ত প্রবল স্থানীয় বাসিন্দাদের কথায় গর্তে গাড়ি পড়লে বোঝাই যায় না গাড়িটা যাবে সার্ভিসিং সেন্টারে না সরাসরি স্বর্গে যমরাত যেন সার্ভিস রোডেই ওঁত পেতে বসে আছেন। এই পরিস্থিতিতে জাতীয় সড়ক কর্তৃপক্ষ বা রাজ্য পূর্ত দফতরের কোন হেলদোল নেই বলেই অভিযোগ এলাকাবাসীর।

রাস্তার এই বেহাল দশা প্রসঙ্গে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক এসিপি রাজকুমার মালাকার জানান, জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে রাস্তা মেরামতির জন্য যোগাযোগ চলছে। এছাড়াও বেআইনিভাবে যে সমস্ত গাড়িগুলি সার্ভিস রোডের উপর দাঁড়িয়ে রয়েছে তাদের বিরুদ্ধে আইনানা ব্যবস্থা নেওয়া হবে।

দিনের পর দিন এইরকম রাস্তায় চলাচল করতে গিয়ে বহু গাড়ির জংশন নষ্ট হচ্ছে। এবং দুর্ঘটনার ঘটনাও ঘটছে প্রায়শয় প্রায়শই সাধারণ মানুষের প্রশ্ন আর কত প্রাণ গেলে নড়েচড়ে বসবে কর্তৃপক্ষ? এখন দেখার প্রশাসনের কখন নড়ে??

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts