রাজ্য সরকারের উদ্যোগে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে আজ দুর্গাপুর নগর নিগমের ১৬ নম্বর ওয়ার্ডের ধান্ডাবাগ এলাকায় শ্রী দুর্গা ক্লাব চত্বরে একটি কমিউনিটি হল অডিটোরিয়ামের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন তথা সমবায় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদার , আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন পুরোপিতা সুশীল চ্যাটার্জী সহ আড্ডার অন্যান্য আধিকারিকরা। অডিটোরিয়ামটির ফিতে কেটে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিরা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ তথা এই দপ্তরের চেয়ারম্যান কবি দত্ত সম্পর্কে বলতে গেলে সারাটা দিন লেগে যাবে। এক কথায় পশ্চিম বর্ধমানের সার্বিক উন্নয়নের জন্য কাজ হয়ে চলেছে।

অন্যদিকে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান এলাকাবাসীর বহুদিনের অনুমোদন সার্থক রূপ পেল। সরকারের পক্ষ থেকে অডিটোরিয়াম টি পড়ে দেওয়া হয়েছে আগামী দিনে এ রক্ষণাবেক্ষণের ভার এলাকাবাসীকে নিতে হবে।এই অডিটোরিয়ামটি নির্মাণে আনুমানিক ৫০ লক্ষ টাকা ব্যয় হয়েছে পাশাপাশি এদিন ওই এলাকারই ঋষি অরবিন্দ নগর অঞ্চলে একটি আরসিসি ড্রেন অর্থাৎ নিকাশি নালা নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। এই ভিত্তি প্রস্তুতি উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার। এই নিকাশি নালা নির্মাণের প্রায় ২৫ লক্ষ টাকা ব্যয় হবে বলে আড্ডার পক্ষ থেকে জানা যায়।