বাড়ছে শহর বেড়েছে শিল্পাঞ্চলের জনসংখ্যা, পাশাপাশি বৃদ্ধি পেয়েছে যানবাহন অনেকটাই চাপ বাড়িয়ে বেড়েছে শিল্পাঞ্চলের বিভিন্ন রাস্তার ওপর। ইতিমধ্যে এটিডি এর পক্ষ থেকে গান্ধী মোড় থেকে বিধান নগর পর্যন্ত শহরের গুরুত্বপূর্ণ ফোর লেন রাস্তার কাজ শুরু হয়েছে। শিল্পাঞ্চলবাসীর জন্য আরও একটি ফোর লেনের রাস্তার উপহার দিতে চলেছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। শুক্রবার ডিএমসি মোড় থেকে কবিগুরু সরণি পর্যন্ত ১. ৮ কিলোমিটার রাস্তাটি ফোর লেন হতে চলেছে। তারই কার্যক্রম অনুষ্ঠিত হলো আজ ADDA র দপ্তরের সামনে। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর নগর নিগমের বোর্ড অফ এডমিনিস্ট্রেটর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায়, পশ্চিম বর্ধমান জেলা শাসক এস পোন্না বলম এছাড়াও উপস্থিত ছিলেন নব নিগমের বোর্ড অফ এডমিনিস্ট্রেশনের সদস্য রাখি তিওয়ারি, ধর্মেন্দ্র যাদব, দীপঙ্কর লাহা সহ প্রাক্তন কাউন্সিলররা। এ অনুষ্ঠানে ADDA র চেয়ারম্যান কবি দত্ত জানান শহর নানাভাবে বেড়ে উঠেছে তার ওপর চাপ বেড়েছে যানবাহনের শহরের গুরুত্বপূর্ণ সংযোগ রক্ষাকারী রাস্তাগুলো তাই ফোর লেন করা হচ্ছে।

অন্যদিকে অশান্ত দুর্গাপুরে উন্নয়ন পর্ষদের এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার জানান প্রিয় শহর দুর্গাপুরের উন্নয়ন খুব দ্রুত করতে হচ্ছে। মানুষের প্রয়োজনের কথা ভেবেই এই উন্নয়ন।
আনুমানিক সকল জায়গায় তৈরি হবে ১. ৮ কিলোমিটার রাস্তা। ফোর লেনের সঙ্গে থাকবে বিউটিফিকেশন ফাউন্টেন পর্যাপ্ত লাইট আবার কোথাও কোথাও বসবে স্ক্যাল্পচার। প্রধান জনসংযোগকারী রাস্তাগুলি প্রশস্ত হওয়ার ফলে যেমন স্বচ্ছন্দের সঙ্গে যাতায়াত করা যাবে সেরকমই অন্যদিকে দুর্ঘটনার হার ও কমে যাবে।।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর