
আজ ২৩শে জানুয়ারি, ভারতের স্বাধীনতা সংগ্রামের মহান যোদ্ধা নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮ তম জন্মদিন। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনটি অতি শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় করে রাখতে প্রতিবছরের মতন এবারও দুর্গাপুরের পাঁচ মাথা মোড় সংলগ্ন কাজী নজরুল ইসলাম সরণিতে অবস্থিত দুর্গাপুর নেতাজী আদর্শ বিদ্যালয় তাদের স্কুল প্রাঙ্গণে বিভিন্ন স্কুলের পড়ুয়াদের জন্য বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করে। সকালে নেতাজির জন্মদিন উপলক্ষে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি প্রভাত ফেরী আয়োজন করা হয়, প্রভাত ফেরি বিদ্যালয়ে থেকে শুরু হয়ে পাঁচ মাথা মোড় হয়ে পুনরায় বিদ্যালয়ের প্রাঙ্গনে শেষ হয়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত শিক্ষক সুশীল জেনেটি ক চ্যাটার্জী বিশিষ্ট সমাজসেবী তথা শিক্ষক সুদেব রায় ও দুর্গাপুর নেতাজি আদর্শ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা সহ বিশিষ্ট ব্যক্তিত্ব। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা ও বিদ্যালয়ের পতাকা উত্তোলন করে নেতাজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে মঙ্গল প্রদীপ প্রজ্জলন করে অনুষ্ঠানের সূচনা করা হয়। এই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানানো হয়। এরপর বিদ্যালয়ের ছাত্রীদের নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠান প্রসঙ্গে দুর্গাপুর নেতাজি আদর্শ বিদ্যালয়ের অধ্যক্ষা অম্বরি বলেন ইসনায়ক দেশ নায়ক সুভাষচন্দ্র বসুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে প্রতিবছরের মতো এবারও বিভিন্ন স্কুলের পড়ুয়াদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

দিন সকাল থেকে বিদ্যালয়ের প্রাঙ্গনে দুর্গাপুরের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চারটি বিভাগে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। যেখানে বিভিন্ন বিদ্যালয়ের প্রায় ২০০ জন শিক্ষার্থী এই বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।