উত্তরবঙ্গের সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এলো শিল্পনগরী দুর্গাপুরের ব্যবসায়ী সমাজ। মানবিক উদ্যোগ হিসেবে দুর্গাপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিস মুখ্যমন্ত্রী ত্রান তহবিলে ৫ লক্ষ টাকার অনুদান প্রদান করেছেন। বুধবার আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ এর কার্যালয় এক সাংবাদিক বৈঠকে এই অনুদানে ঘোষণা করা হয়। উপস্থিত ছিলেন ADDA র চেয়ারম্যান কবি দত্ত দুর্গাপুর চেম্বার অফ কমার্সের সভাপতি চন্দন দত্ত, সহ-সভাপতি ও সংগঠনের অন্যান্য সদস্যরা। সাংবাদিক বৈঠকে এ ডি ডি এর চেয়ারম্যান অভিদত্ত বলেন উত্তরবঙ্গে বহু মানুষ এই প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষতিগ্রস্ত হয়েছে মুখ্যমন্ত্রী তাদের পাশে দাঁড়িয়েছেন আর আমরা এই মানবিক উদ্যোগের অংশ হতে পেরে গর্বিত।
দুর্গাপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে ৫ লক্ষ টাকার চেক প্রদান করা হচ্ছে। তিনি আরো জানান শিল্পনগরীর ব্যবসায়ীরা সবসময় সমাজের পাশে থেকে যায়। ভবিষ্যতেও এই ধারা বজায় থাকবে। দুর্গাপুর চেম্বার অফ কমার্সের এই পদক্ষেপে শিল্প নগরীর বিভিন্ন মহলে প্রশংসা ঝড় উঠেছে। সমাজের প্রতি ব্যবসায়ী মহলের এই উদ্যোগ নিঃসন্দেহে মানবিকতার এক উজ্জ্বল উদাহরণ।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর