Trending News... Latest Updates

দুর্গাপুর বীরভানপুর শ্মশানে লকডাউন ভেঙে রাস্তায় নেমে পড়লো স্থানীয় মানুষ, গুজবের এক খবর করোনা সংক্রমণে মৃত দুই ?

0 2,230

LCW India , Durgapur : করোনা সংক্রমণে দুই মৃতদেহ কে আনা হয়েছিল বীরভানপুর শ্মশানে,কিন্তু এখনো জানা যাইনি যে এই মৃত ব্যাক্তিরা করোনা আক্রান্ত ছিলো কী না.শ্মশান অন্তর্গত এলাকায় এই গুজব খবর জানার পর চূড়ান্ত রাগের প্রসার অনে গ্রামবাসীরা, গুজবের এই খবরে রীতিমতো সমস্যায় পরে যান শ্মশান ঘাটে সৎকার করতে আসা অন্য মানুষজন, রীতিমতো ডেথ সার্টিফিকেট দেখে তাদের শ্মশান ঘাটে যাওয়ার ছাড়পত্র দিচ্ছে, যদিও পুলিশ  প্রশাসনের তরফে সাফ জানানো হয়েছে এইরকম কোনো খবর তাদের কাছে নেই এখন গ্রামবাসীরা গুজবের এই খবরে কেন ভাসছে সেটার উত্তর তারাই একমাত্র দিতে পারেন.শুধু একটা গুজবের খবরে লকডাউন ভেঙে রাস্তায় যেভাবে মানুষ নেমে পড়লো তাতে করে সংক্রমণের একটা বিপদ আটকাতে গিয়ে হাজার বিপদের মুখোমুখি হতে হলে তার দায় কে নেবে?

Leave A Reply

Your email address will not be published.