আজ একুশে জুলাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুর্গাপুরে সরকারি মহাবিদ্যালয় পক্ষ থেকে একটি পদযাত্রা বের করা হয় এই পথে যাত্রাটি সরকারি মহাবিদ্যালয় থেকে শুরু হয়ে B1 মোড় প্রদক্ষিণ করে পুনরায় সরকারি মহাবিদ্যালয় প্রাঙ্গণে শেষ হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এই পদযাত্রায় সরকারি মহাবিদ্যালয় এর শিক্ষক শিক্ষিকা গণ সহ বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন। দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয় এর অধ্যক্ষ দেবনাথ পালিত বলেন এই মাতৃভাষা অর্জন করতে যে সমস্ত মহান ব্যক্তি শহীদ হয়েছেন তাদেরকে প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তাদের আত্মার উদ্দেশ্যে শান্তি কামনার পাশাপাশি মহাবিদ্যালয় ছাত্র-ছাত্রীদের মাতৃভাষা সম্পর্কে সচেতন করতে আজকের এই অনুষ্ঠান।

আজ দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয় এর ছাত্র-ছাত্রীদের মধ্যে মাতৃভাষার অবদান ও তার গুরুত্ব বোঝাতে মাতৃ ভাষা দিবস পালিত হয়। বর্তমান যুবসমাজ যাতে মাতৃভাষায় সাবলীল হয়ে ওঠে তারই লক্ষ্যে এই মাতৃভাষা দিবস সরকারি মহাবিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর