দুর্গাপুরের বিজয়ী প্রেক্ষাগৃহে বর্ণাঢ্য এবং জাঁকজমক পূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হল জেলা সম্মান ২০২৫। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী কোথা গায়ক ইন্দ্রনীল সেন। জেলাশাসক এস পোন্নাবলম, পুলিশ সুপার সুনিল চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের দুই গুরুত্বপূর্ণ মন্ত্রী প্রদীপ মজুমদার ও মলয় ঘটক, সঙ্গে ছিলেন বসিরহাটের প্রাক্তন সাংসদ নুসরাত জাহান, আসানসোলের সংসদ তথা বলিউডের চিত্রাভিনেতা শত্রুঘ্ন সিনহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব।

প্রথম বর্ষে জেলা সম্মান অনুষ্ঠানটি উপস্থাপনা করে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ, দুর্গাপুর ও আসানসোল পুরো নিগম। অনুষ্ঠানে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় দুর্গাপুর ও আসানসোল বণিক সভা। অনুষ্ঠানের মাধ্যমে কৃতি ও সফলদের সম্মান জ্ঞাপন করা হয়। এই তালিকায় জেলার শিল্পপতি উদ্যোগপতি ক্রীড়াবিদ চিকিৎসক শিক্ষক সহ অন্যান্যদের জেলা সম্মানে পুরস্কৃত করা হয়।

পুরস্কৃত হন নব উদ্যোতি বিজয় টোডি, সেরা উদ্যোগপতি (ক্ষুদ্র মাঝারি শিল্প) স্বর্ণদ্বীপ বাজোরিয়া, সেরা উদ্যোগপতি অমিত সিং, সেরার সেরা সুদীপ্ত বোস, পশ্চিম বর্ধমান জেলার গর্ব ডঃ সুভাষ কোনার, জেলার রত্ন ডঃ অরুণাংশ গাঙ্গুলী ও ডঃ সত্যজিৎ বোস, সেরা মহিলা উদ্যোগপতি সুকন্যা ব্যানার্জি, সেরা ক্রীড়াবিদ সায়ন ব্যানার্জি, শিক্ষা সম্মান পান ডঃ সন্তু দে, আধুনিক দুর্গাপুরের উপকার পার্থ পোবি ও মহুয়া পবি এবং সেরা স্বেচ্ছাসেবী সংস্থা উদবর্তন সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন। মঞ্চে জেলার কৃতিদের সম্মানিত করা হয়।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর