বুধবার দুপুরে দুর্গাপুর পশ্চিম বিধানসভার INTUC র ডাকে, দুর্গাপুরের সিটি সেন্টারে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের অফিসে জমায়েত, বিক্ষোভ প্রদর্শন এবং স্মারকলিপি প্রদান করা হয়। দূষণ রোধে এই বিক্ষোভ প্রদর্শনে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা INTUC সভাপতি সুভাষ সাহা, প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি তরুণ রায়, দুর্গাপুর পশ্চিম বিধানসভা INTUC র সভাপতি রবিন চ্যাটার্জী, দুর্গাপুর ল ইয়ার সেলের সম্পাদিকা দেবযানী দাস, দুর্গাপুর পূর্ব বিধানসভা INTUC সভাপতি রাজেশ পাসওয়ান সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীবৃন্দ। এদিন প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি তরুন রায় এবং পশ্চিম বর্ধমান জেলা INTUC সুভাষ সাহা বলেন দুর্গাপুরের দূষণ প্রসঙ্গে কি জানালেন শোনাবো আপনাদের।

এদিন দুর্গাপুরে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করার পর জেলা INTUC র পক্ষ থেকে দূষণ নিয়ন্ত্রণ দপ্তরে একটি স্মারকলিপি জমা করা হয়।।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর