spot_img
Sunday, October 19, 2025
Durgapur
clear sky
23.5 ° C
23.5 °
23.5 °
80 %
2.1kmh
0 %
Sun
32 °
Mon
32 °
Tue
33 °
Wed
33 °
Thu
31 °
Homeদুর্গাপুরদুর্গাপুরে রামনবমীতে মুসলিম যুবকদের জল বিতরণে সাম্প্রদায়িক ঐক্য

দুর্গাপুরে রামনবমীতে মুসলিম যুবকদের জল বিতরণে সাম্প্রদায়িক ঐক্য

-

ধর্মীয় উৎসব কেবলমাত্র আচার অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয় বরং তা সমাজের সম্প্রীতিও সহাবস্থানের বার্তা বহন করে। আর সেই চিত্রই দেখা গেল দুর্গাপুরে। দুর্গাপুরের সিএমই আর আই সংলগ্ন সোনার তরী আবাসনে রামনবমী উপলক্ষে কলস যাত্রায় এক অভূতপূর্ব দৃশ্য সকলের নজর কেরেছে। স্থানীয় মুসলিম সম্প্রদায়ের কিছু যুবক স্বতঃস্ফূর্তভাবে যাত্রা পথে অংশগ্রহণকারীদের জন্য ঠান্ডা জল বিতরণ করছেন। এই মহান উদ্যোগ নিছক মানবতা নিদর্শন নয় বরং তা ভারতের ভূ ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্য এক অনন্য প্রতিফলন। মুসলিম ভাইদের এই সহানুভূতিশীল পদক্ষেপ রাস্তায় ক্লান্ত ও তৃষ্ণার্ত যাত্রীদের শুধু শারীরিক প্রশান্তি দেয়নি বরং মানসিক শান্তি ও এনে দিয়েছে। এই প্রসঙ্গে সোনার তরী আবাসনে রামনবমী উদযাপন কমিটি র পক্ষ থেকে কি জানালেন  ১১ বছর ধরে তারা এই রামনবমী উৎসব করছেন। এখানে এখানে এই অঞ্চলে হিন্দু ও মুসলিম একসঙ্গে বসবাস করি। মুসলিমদের উৎসবে যেমন হিন্দুরা  অংশগ্রহণ করে। একইভাবে হিন্দুদের উৎসবেও মুসলিমরা অংশগ্রহণ করেন।

অন্যদিকে ওই এলাকার মুসলিম সম্প্রদায়ের যুবকরা যারা ঠান্ডা পানীয় বিতরণ করছেন তারা বলেন, “আমরা সমাজে একটাই  বার্তা দিতে চাই ধর্মের নামে হানাহানি না করে সৌভ্রাতৃত্বের পরিবেশ বজায় রাখুন।হিন্দুদের উৎসবে এই জল বিতরণ শুধু জল নয়, ছিল ভালোবাসা শ্রদ্ধা এবং পারস্পরিক সৌহার্দের প্রতীক। বিভিন্ন ধর্ম জাতীয় সংস্কৃতির মানুষ একে অপরের পাশে দাঁড়ালে সমাজে সুন্দর বার্তা ছড়িয়ে পড়ে, এই ঘটনাই তার উৎকৃষ্ট উদাহরণ। স্থানীয় প্রশাসন ও কলস যাত্রার আয়োজকরা ও এই উদ্যোগকে প্রশংসা করেছেন। ধর্মের পথ যতই ভিন্ন হোক না কেন! মানবতার গন্তব্য একটাই

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts