
জাতীয় নিরাপত্তা দিবস উদযাপন করলো দুর্গাপুর ইস্পাত সংস্থা কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে ইডি ওয়ার্কস বিল্ডিংয়ে নিরাপত্তা পতাকা উত্তোলন করে অনুষ্ঠানে শুভ সূচনা করেন Ed(প্রোজেক্ট) পি মুরুগাসন ও Ed(এইচ আর) সুস্মিতা রায়। এরপর বাংলা হিন্দি ও ইংরেজিতে নিরাপত্তার শপথ বাক্য পাঠ করানো হয়। এই উপলক্ষে আগামী এক সপ্তাহব্যাপী নিরাপত্তা সপ্তাহ পালন করা হবে বলে দুর্গাপুর ইস্পাত সংস্থার পক্ষে জানা গেছে। শ্রমিকদের মধ্যে নিরাপত্তা সম্বন্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থায়ী ও ঠিকা শ্রমিকদের নিয়ে নিরাপত্তার কর্মশালা সেফটি কুইজ, পোস্টার ও স্লোগান প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর ইস্পাত সংস্থার পদস্থ আধিকারিকবৃন্দ ও অন্যান্য শ্রমিক সংগঠনের নেতৃত্ববৃন্দ। ইস্পাত সংস্থায় দুর্ঘটনা রুখতে শ্রমিকদের সচেতন করার লক্ষ্যে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করা হবে।
ব্যুরো রিপোর্ট, Lcw India দুর্গাপুর