হিন্দুস্তান স্টিল এমপ্লয়ীজ ইউনিয়নের পরিচালনায় এবং দুর্গাপুর হিরোজ ক্লাবের সহযোগিতায় দুর্গাপুরের লাল ময়দানে চলছে শহীদ আশিস জব্বর মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট ২০২৫। শনিবার এই টুর্নামেন্টের চতুর্থ দিনের খেলা অনুষ্ঠিত হয়। আজ চতুর্থ ম্যাচে পরস্পর মুখোমুখি হয় দুর্গাপুর এরিয়ান ক্লাব এবং দুর্গাপুর টাউন ক্লাব। খেলার শুরু থেকেই দুজনের মধ্যে বল দখলের লড়াই দেখা যায় দুটি দলই গোল করার জন্য মরিয়া প্রচেষ্টা চালায়।

অবশেষে নির্দিষ্ট সময়ের খেলা ১-১ গোলে শেষ হয়। এরপর ম্যাচ পরিচালকের সিদ্ধান্তে খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে টাউন ক্লাব ৩-২ গোলে দুর্গাপুর এরিয়ান ক্লাবকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। এদিনের খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে দুর্গাপুর টাউন ক্লাবের গোলরক্ষক গোপাল বাউরি, তার অনবদ্ধ সেভ দলকে কোয়ার্টার ফাইনালে পৌঁছে দেয় ।

মাঠে উপস্থিত দর্শকরা আজকে খেলাটি খুবই আনন্দের সঙ্গে উপভোগ করেন। ১৩ই জুলাই ট্রাংক রোড সংলগ্ন ফুটবল ময়দানে শুরু হচ্ছে শহীদ নিমাই অধিকারী মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের গত ১০ ই জুলাই এর পরিতক্ত ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৭ই জুলাই পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে নামবে আমরা ক’জন বয়েজ ক্লাব এবং উখড়া পূজারী ফুটবল কোচিং সেন্টার, ঠিক বিকেল সাড়ে তিনটে।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর