spot_img
Saturday, July 5, 2025
Durgapur
haze
33.2 ° C
33.2 °
33.2 °
70 %
2.6kmh
75 %
Sat
34 °
Sun
33 °
Mon
31 °
Tue
33 °
Wed
28 °
Homeদুর্গাপুরবণিক সভার পক্ষ থেকে এ- জোন ফাঁড়িতে এলইডি মনিটর প্রদান

বণিক সভার পক্ষ থেকে এ- জোন ফাঁড়িতে এলইডি মনিটর প্রদান

-

অপরাধ মূলক কাজকর্ম রুখতে বর্তমান যুগে সিসিটিভি ক্যামেরার প্রয়োজনীয়তা অপরিহার্য্য ভূমিকা রয়েছে। বিশেষ করে প্রশাসনিক তদন্তের ক্ষেত্রে পুলিশ মহলের কাছে সিসিটিভির গুরুত্ব সব থেকে বেশি। এই কথা ভেবে দুর্গাপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ বৃহস্পতিবার সন্ধ্যায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীন দুর্গাপুরের এ জোন ইনভেস্টিগেশন সেন্টারে সিসি ক্যামেরার জন্য একটি এলইডি মনিটর তুলে দিলেন আইসির হাতে। দুর্গাপুর বণিক সভার এই ধরনের শুভ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এ জোন আইসির ভারপ্রাপ্ত আধিকারিক রামানুজ রহমান বলেন, বেনাচিতি বাজারে বহু সোনার দোকান এবং বহু রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও বেসরকারি ব্যাংক রয়েছে । সেই সমস্ত সংস্থায় কোনরকমের অপরাধ মূলক কাজ হলে তা খুঁজে বের করা কঠিন হয়ে ওঠে। বর্তমানে এই সমস্ত কাজ অতি সহজেই নির্ধারণ করা যাবে।

অন্যদিকে দুর্গাপুর বণিক সভার পক্ষে রমা প্রসাদ হালদার বলেন, বেনাচিতি বাজারের অধিকাংশ ব্যবসায়ী তাদের প্রতিষ্ঠানে ইতিমধ্যে সিসি ক্যামেরা লাগিয়েছেন, সেগুলিকে সঠিকভাবে পরিচালনা করার জন্য আজ এ জোন আইসিতে একটি টিভি দেওয়া হল।

আগামীদিনে এ জোন পুলিশ ফাঁড়ির অন্তর্গত এলাকায় মোট ৫০টি সিসি ক্যামেরা লাগানো হবে। ইতিমধ্যে ১৫ টি ক্যামেরা সংযোগ হয়েছে। এর ফলে আগামী দিনে অপরাধ মূলক কাজকর্ম বন্ধ করার ক্ষেত্রে বা অপরাধিকে চিহ্নিত করা সহজেই সম্ভব হবে। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর এ জোন ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক রামানুজ রহমান, বণিক সভার সভাপতি চন্দন দত্ত, রামপ্রসাদ হালদার সহ বণিক সভার অন্যান্য সদস্যরা।

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts