রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে দুর্গাপুরে শুরু হলো “উন্নয়নের পাঁচালী” ট্যাবলোর পথচলা। বৃহস্পতিবার সকালে দুর্গাপুর ইস্পাত নগরীতে রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার তার নিজ বাসভবন থেকে এই ট্যাবলো গুলির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই উন্নয়নের পাঁচালীর ট্যাবলো দুর্গাপুরের ১,২,৩ নম্বর ব্লক ও কাঁকসা ব্লক জুড়ে ঘুরবে।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ব্লক সভাপতি সহ তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী ও সমর্থকেরা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, “রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার গঠনের পর থেকে যে সমস্ত জনকল্যাণমূলক প্রকল্প চালু করা হয়েছে সেইসব প্রকল্পের কথা তুলে ধরতেই পাঁচালীর গান রচনা করা হয়েছে। সেই গানই ট্যাবলোর মাধ্যমে পাড়ায় পাড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে, দুর্গাপুরেও এই ট্যাবলো ঘোরার সূচনা করা হলো।”

মন্ত্রী আরো জানান এই উদ্যোগের মাধ্যমে রাজ্য সরকারের উন্নয়নে বার্তা আরো সহজ ভাবে সাধারন মানুষের কাছে পৌঁছাবে এবং মানুষ প্রকল্পগুলির বিষয়ে আরো বেশি করে সচেতন হবেন।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

