দক্ষিণবঙ্গে প্রথমবারের মতন এত বড় মাপের রিয়েলিটি শো “দুর্গাপুরের গর্ব” শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে। এই রিয়েলিটি শো দুর্গাপুর তথা গোটা দক্ষিণবঙ্গ সাংস্কৃতিক পরিমণ্ডলে নতুন প্রাণ সঞ্চার করবে বলেই আশাবাদী উদ্যোক্তারা। সোমবার সন্ধ্যায় দুর্গাপুর সিটি সেন্টারে অবস্থিত একটি বেসরকারি হোটেলে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে দুর্গাপুরের গর্ব শোয়ের থিম সং এবং বিজয়ীদের জন্য নির্ধারিত ট্রফি আনুষ্ঠানিক উন্মোচন হয়।

এছাড়াও এদিন প্রতিযোগীদের নাম নথিভুক্ত করার জন্য কিউআর কোড এর উন্মোচন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদার তার পাশাপাশি মঞ্চে উপস্থিত ছিলেন আড্ডার চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর কুমার শাসক ড: সৌরভ চ্যাটার্জী। এছাড়াও দুর্গাপুরে বিশিষ্ট সংগীত শিল্পী সংস্কৃতিমনস্ক ব্যক্তিবর্গ এবং নানা বিশিষ্টজন এই সন্ধ্যার সাক্ষী হন। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা এই উদ্যোগের ভুয়সী প্রশংসা করেন ।

তাদের মতে দুর্গাপুরের গর্ব শুধু প্রতিভা প্রকাশের একটি মঞ্চ নয়, এটি দুর্গাপুর ও দক্ষিণবঙ্গের সংস্কৃতি ও শিল্পচর্চার নতুন দিগন্ত উন্মোচন করবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই ব্লকে ব্লকে অডিশন পর্ব শুরু হবে এবং নির্বাচিত প্রতিযোগিরা বিভিন্ন পর্যায়ে পারফর্ম করবেন। থিম সংটি ইতিমধ্যে দর্শকদের মধ্যে উদ্দীপনা তৈরি করেছে। এই রিয়েলিটি শো একদিকে যেমন নতুন প্রতিভা তুলে ধরবে, অন্যদিকে দুর্গাপুরকে সংস্কৃতির মানচিত্রে আরো দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর