দুর্গাপুরের বিভিন্ন জায়গায় ঈদগারে পবিত্র ঈদের নামাজ পাঠ করার পাশাপাশি একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।প্রথমে আমরা পৌঁছেছিলাম দুর্গাপুরের দেশবন্ধু নগরের ঈদগারে সেখানে অসংখ্য ইসলাম ধর্মাবলম্বী মানুষ জমায়েত হয়।

এরপর আকবর রোডের ঈদগারে নামাজ পাঠ ও শুভেচ্ছা বিনিময় হয়।

এরপর দুর্গাপুরের খয়রাশোল ঈদের নামাজ পাঠ হয়।

পবিত্র ঈদের নামাজ পাঠ উপলক্ষে দুর্গাপুর নিউ টাউনশিপ থানার পক্ষ থেকে নামাজদার ইসলাম ধর্মাবলম্বী মানুষদের হাতে পুষ্পস্তবক ও উপহার তুলে দেওয়া হয়।পুলিশের এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে।