সোমবার সকালে দুর্গাপুরের নাগার্জুন খেজুরতলা আমরা সংঘ ক্লাবের পরিচালনায় প্রথম বর্ষ সরস্বতী পুজোর খুঁটি পুজো সম্পন্ন হল। মহা ধুমধামের সঙ্গে এলাকাবাসীর উপস্থিতিতে পুরোহিতের বৈদিক মন্ত্রে ঘণ্টা – শঙ্খ ও উলু ধ্বনির মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সরস্বতী পুজোর খুঁটি পুজো করা হয়।

এই পুজো সম্পর্কে ক্লাবের প্রবীণ সদস্য ঝন্টু অঙ্কুর জানান, “তাদের এই ক্লাব খেলাধুলা সঙ্গে যুক্ত আছে। এছাড়াও গত বছর থেকে এই ক্লাবে দুটি দুবেলা এলাকার শিশুদের জন্য বিনামূল্যে কোচিং সেন্টারে করা হয়েছে। আর সেই উপলক্ষেই এই সরস্বতী পূজার আয়োজন।”

খেজুরতলা আমরা সংঘ ক্লাব প্রথম বর্ষে সরস্বতী পূজার আয়োজন করায় অত্যন্ত খুশি এলাকার ছাত্র-ছাত্রী থেকে তাদের অভিভাবকরা। এ বছরে তাদের থিম “পুষ্পে পুষ্পে সরস্বতী।” ক্লাব সদস্য এবং এলাকাবাসীর সহযোগিতায় এই বছরের মন্ডপ তৈরি হচ্ছে। সকলের আন্তরিকতা সকলের আন্তরিকতা ও সহযোগিতায় প্রথম বর্ষের সরস্বতী পূজো ভালো হবে বলে আশাবাদী ক্লাব সদস্যরা।

