“এরপর দিদির গাড়িতে হামলা হবে, বেশি দেরি নেই”। এমনই এক বিতর্কিত মন্তব্য সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই ধরনের বিতর্কিত মন্তব্য করে পুলিশের হাতে গ্রেফতার অবসরপ্রাপ্ত রেল কর্মী। ধৃতের নাম বাদল লস্কর দুর্গাপুর থানার অশোক এভিনিউর বাসিন্দা। বাদল বাবুর ঝড় তোলা এই পোস্ট সোস্যাল মিডিয়ায় প্রকাশ পাওয়ায় রাজ্য তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ সোশ্যাল মিডিয়া পোস্ট করে লেখেন “কে এই বাদল? খুঁজে বের করা হোক। আইনি ব্যবস্থা হোক”। এরপরে দুর্গাপুর মহকুমা আদালতের আইনজীবী সুদীপ দেবনাথ বাদল লস্করের নামে দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তার এই অভিযোগের ভিত্তিতে রবিবার রাতে দুর্গাপুরের অশোক এভিনিউ বাড়ি থেকে গ্রেফতার করা হয় বাদল লস্করকে। আইনজীবী সুদীপ দেবনাথ এর অভিযোগ ওই ব্যক্তির উস্কানিমূলক মন্তব্যের কারণে দুষ্কৃতিকারীরা উৎসাহিত হয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রাণহানি ঘটানোর উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের যে কোন জায়গায় যে কোন সময় হামলা করতে পারে। তাই ওই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।

এই ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, “আমি স্তম্ভিত”! এই ধরনের আক্রমণ করে মুখ্যমন্ত্রীকে লেখা, চিন্তা করা যায় না। আর যারা এই ধরনের ব্যতিক্রমী আচরণ করবেন প্রশাসন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।
সোমবার ধৃত বাদল লস্করকে দুদিনের পুলিশী হেফাজতের আবেদন জানিয়ে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়।

সোশ্যাল মিডিয়ায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলা হতে পারে বলে মন্তব্য করে রবিবার রাতে দুর্গাপুরের প্রাক্তন রেল কর্মী বাদল লস্করকে গ্রেপ্তার করেছে পুলিশ। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ভারপ্রাপ্ত ডেপুটি কমিশনার পূর্ব ভিজি সতীশ পাশুমার্থী জানিয়েছেন, আদালতে পেশ করার পর বিচারক বাদল লস্করের দুই দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশ এই মন্তব্যের পেছনে তার উদ্দেশ্য নিয়ে তদন্ত চালাচ্ছে।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর