এক ঐতিহ্যবাহী আবেগ ও সম্প্রীতির পরম্পরা যে সম্মান জানিয়ে দুর্গাপুর ফ্রেন্ডস ক্লাবের ব্যবস্থাপনায় মধ্যমাঞ্চল সার্বজনীন পুজো কমিটি তাদের ৬৫ তম বর্ষের খুঁটি পুজো অত্যন্ত জাঁকজমক ও ধর্মীয়তার মধ্যে দিয়ে উদযাপন করলো। এদিন সকালে মঙ্গল ঘন্টা, ঢাকের ধ্বনি, মহিলাদের শঙ্খ ও উলুধ্বনি তে ক্লাব প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে শুভ মুহূর্ত স্থাপন করা হয় আসন্ন দেবী পূজার আদি খুঁটি উপস্থিত ছিলেন তাদের সদস্যরা স্থানীয় বাসিন্দা নারী ও শিশুদের এক আন্তরিক সমাগম ঢাকের বাজনা এবং ফুলে ফুলে ভরা খুঁটি যেন আপাতত দুর্গাপূজার আগমনী বার্তা বহন করছিল।

বিশেষভাবে উল্লেখযোগ্য এ বছরে তাদের থিম শান্তি ও সহাবস্থান বিশ্বজুড়ে চলমান অস্থিরতা ও বিভাজনের প্রেক্ষিতে এই বার্তাটি যেন এক সময়োপযোগী আহ্বান। ক্লাবের পক্ষ থেকে জানানো হয় এই পুজো শুধু ধর্মীয় নয় এটি একটি সামাজিক মিলনক্ষেত্র। যেখানে সবাই একসাথে মিলেমিশে শান্তির বার্তা ছড়িয়ে দিতে উদ্যোগী হয়েছেন।

৬৫ তম বর্ষে খুঁটি পূজার মাধ্যমে শুধু একটি আনুষ্ঠানিক সূচনা নয়, বরং এটি দুর্গাপুজোর অন্তর্নিহিত মানবিক মূল্যবোধের কথাও নতুন করে মনে করিয়ে দেয় সমাজে সহানুভূতি সহনশীলতা ও সহাবস্থানের বার্তাকে সামনে রেখে এবারের পূজো যেন হয়ে ওঠে একটি উদাহরণ এমনটাই প্রত্যাশা করছেন মধ্যমাঞ্চল পুজো কমিটির সদস্যরা।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর