আজ ১লা জুলাই, দুর্গাপুরে রূপকার ডঃ বিধান চন্দ্র রায় প্রতি শ্রদ্ধা জানাতে আজ এক গৌরবজ্জ্বল পদক্ষেপ গ্রহণ করল দুর্গাপুর নগর নিগম । নগর নিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়ের উদ্যোগে নগর নিগম কার্যালয়ের সামনে স্থাপিত হতে চলেছে প্রখ্যাত চিকিৎসক রাজনীতিক ও রাজ্যের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডঃ বিধানচন্দ্র রায়ের একটি আবক্ষ মূর্তি।

এই উপলক্ষে আজ সকালে ডঃ বিধানচন্দ্র রায়ের জন্ম দিবসে নগর নিগম কার্যালয়ে তার প্রতিকৃতিতে মাল্যদান করেন নিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায় সহ অন্যান্য আধিকারিক ও কর্মীবৃন্দ। এরপর অনিন্দিতা মুখোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে আবক্ষ মুক্তি স্থাপনের জন্য শিলান্যাস করেন। উপস্থিত ছিলেন নগর নিগমের কমিশনার আব্দুল কালাম আজাদ ইসলাম, প্রশাসক মন্ডলীর সদস্য ধর্মেন্দ্র যাদব ও রাখি তেওয়ারি সহ নিগম এর অন্যান্য আধিকারিকরা ও বিশিষ্ট ব্যক্তিত্ব।

এই প্রসঙ্গে নগর নিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন, নগর নিগমের বোর্ড মেম্বারদের অনেকদিনের ঐকান্তিক ইচ্ছা ছিল স্বপ্ন নগরী দুর্গাপুরের প্রতিষ্ঠাতা ডঃ বিধানচন্দ্র রায়ের একটি আবক্ষ মূর্তি প্রতিষ্ঠা করা হবে। সেই মতো তার স্মৃতিকে স্মরণীয় করে রাখতে আজ শিলান্যাস করা হলো। ভবিষ্যৎ প্রজন্ম যেন তার অবদানকে স্মরণ করতে পারে সেই উদ্দেশ্যেই এই মূর্তি স্থাপন করা হবে।ডঃ বিধান চন্দ্র রায়ের অবদানে গড়ে ওঠা শিল্প নগরী দুর্গাপুর আজ তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ইতিহাসের এক নতুন অধ্যায় রচনা করলো।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর