দোল পূর্ণিমার শুভ দিনেই রাজ্য সরকারের উদ্যোগে আসানসোল মহকুমার কুলটি বিধানসভা এলাকায় দুটি নতুন ও অত্যাধুনিক রাস্তা নির্মাণের শিলান্যাস অনুষ্ঠানের আয়োজন করেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ। এদিন শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটক , আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, ভাইস চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জী সহ বিশিষ্ট জনেরা। এদিন কুলটির মিঠানী এবং রানীসায়ের এলাকায় অত্যাধুনিক প্রযুক্তিতে দুটি নতুন
রাস্তা নির্মাণের শিলান্যাস করা হয়। শিলান্যাসের পর মন্ত্রী মলয় ঘটক জানান অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন পেপার ব্লকের রাস্তা তৈরি হচ্ছে। যা আগামী ১৫ থেকে ২০ বছরে নষ্ট হবে না।

কুলটির রাধানগর থেকে মিঠানী ও বড়তোড়িয়া মোড়ে আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের তরফ থেকে প্রায় ৬ কোটি টাকা খরচে নির্মাণ হবে একটি রাস্তা। প্রকল্পের বিষয়ে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান কবি দত্ত বলেন, এ দুটি রাস্তা নির্মাণ হওয়ার পরে এলাকার বসবাসকারী এবং নিত্য যাত্রীরা বিশেষভাবে উপকৃত হবে আগামী ৬ থেকে ৭ মাসের মধ্যে এই কাজ সম্পন্ন হবে।
অন্যদিকে রানীসায়ের থেকে বিনোদবাঁধ যাওয়ার নতুন রাস্তার জন্য প্রায় দেড় কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের উদ্যোগে প্রায় সাড়ে সাত কোটি টাকা ব্যয় রাস্তা দুটি নির্মাণ কাজ সম্পন্ন হলে আগামী দিনে এলাকাবাসী বিশেষভাবে উপকৃত হবেন।
ব্যুরো রিপোর্ট, Lcw India কুলটি