শহীদ নিমাই অধিকারী ও প্রয়াত পরিতোষ ভট্টাচার্য স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলায় লালা লাজপত রাই ফুটবল ময়দানে পরস্পর মুখোমুখি হয় দুর্গাপুরের দুই খ্যাতনামা ফুটবল ক্লাব দুর্গাপুর এরিয়ান ক্লাব এবং গ্যামন ব্রিজ ফ্রেন্ডস ক্লাব। খেলার শুরু থেকেই দুজনের মধ্যে সেরকম কোনো উত্তেজনা ছিল না এর ফলস্বরূপ প্রথমার্ধ শেষ হয় ০-০ তে।

বিরতির পর শুরু হয় দ্বিতীয় দের খেলা দ্বিতীয়ার্ধে খেলতে নেমে গ্যামন ব্রিজ ফ্রেন্ডস ক্লাবের ফুটবলাররা বেশ কয়েকটা আক্রমণ সারায় কিন্তু তার কোনো ফল হয়নি। পাশাপাশি আক্রমণে যায় দুর্গাপুর এরিয়ান ক্লাব সেখানেও একই ফল। নির্ধারিত সময়ে খেলার ফলাফল না হওয়ায়, ম্যাচ পরিচালকের সিদ্ধান্তে খেলা গড়ায় টাই ব্রেকারে। টাই ব্রেকারে গ্যামন ব্রিজ ফ্রেন্ডস ক্লাব ৬-৫ গোলে জয়ী হয়ে চূড়ান্ত পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় দুর্গাপুর এরিয়ান ক্লাবের শৈলেশ হেমব্রম।

আগামীকাল এই টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে পরস্পর মুখোমুখি হবে দুর্গাপুরের আরো দুই খ্যাতনামা ফুটবল দল নবারুন অ্যাথলেটি ক্লাব এবং ভারতী ভলিবল ক্লাব ঠিক বিকেল সাড়ে তিনটে। আগামী দশই আগস্ট এই টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ে খেলা অনুষ্ঠিত হবে।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর