দিকে দিকে আগমনের বার্তা আর সেই শুভ লগ্নে দুর্গাপুরের ১১ নম্বর ওয়ার্ডে কুরুড়িয়া ডাঙ্গার গণেশ স্মৃতি সংঘ তাদের চতুর্থ বর্ষে কালীপুজোর মন্ডপ নির্মাণের সূচনা করতে খুঁটিপূজো সম্পন্ন করল। শনিবার সকাল থেকেই ক্লাব সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টায় সেজে ওঠে খুঁটি পূজার প্রাঙ্গণ। পুরোহিতের বৈদিক মন্ত্রচ্চারন, ঢাকের বাদ্যি আর ঘন্টার ধ্বনিতে অনুষ্ঠিত হয় এই শুভ অনুষ্ঠান। কালীপুজোর চতুর্থ বর্ষে বিশেষ আকর্ষণ থাকছে থিম – “শ্রম ও সুর”। পূজো কমিটির সম্পাদক নির্মল মাজি জানিয়েছেন, এই অভিনব থিম দর্শকদের কাছে নতুন অভিজ্ঞতা এনে দেবে।

খুঁটি পূজার শেষে উপস্থিত ভক্ত ও অতিথিদের মিষ্টিমুখ করানো হয়। জানা গিয়েছে এ বছরের কালীপুজোর বাজেট আনুমানিক ৯ লক্ষ টাকা ধার্য করা হয়েছে।

পুজো উপলক্ষে পুজোর কটা দিন অস্থায়ী সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠিত হবে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান পাশাপাশি থাকছে মেলার আয়োজন। দুর্গাপুরে উচ্চপ্রেমীদের কাছে গণেশ স্মৃতি সংঘের এই কালীপুজো ইতিমধ্যেই প্রত্যাশার কেন্দ্র বিন্দু হয়ে উঠেছে।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর