ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা দুর্গাপুরের তিন নম্বর ওয়ার্ডের উইলিয়াম কেরি রোডে একটি সাইকেল রিপেয়ারিং ও বেআইনি গ্যাস রিফিলিংয়ের দোকানে। আগুনের ভয়াবহতা এতটাই ছিল যার ফলে ভস্মীভূত হল পাশের একটি গোলদারের দোকান। কুণ্ডলী পাকানো কালো ধোঁয়ায় ঢাকলো পাশের সরকারি সুস্বাস্থ্য কেন্দ্র আতঙ্কে স্বাস্থ্য কেন্দ্রের রোগীরা ও চিকিৎসক। প্রায় প্রায় ঘন্টা দেড়েক ধরে বন্ধ থাকে স্বাস্থ্য কেন্দ্রের পরিষেবা। অগ্নিকাণ্ডের ফলে পুড়ে যায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুটি সিসিটিভি ক্যামেরা। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন ও দুর্গাপুর থানার পুলিশ। প্রায় একঘন্টার চেষ্টায় দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে। দূর্ঘটনাস্থলে পৌঁছান রাজ্যের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন ও সমবায় দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার। তিনি বলেন যে কোন দুর্ঘটনাই দুর্ভাগ্যজন ক তবে কাজের সময় সকলকেই একটু সচেতন হওয়া দরকার।

অগ্নিকাণ্ডে ফলে এই দুর্ঘটনায় অতিগ্রস্ত পার্শ্ববর্তী দোকানের মালিক মিলন মন্ডল এর অভিযোগ সাইকেলের দোকানে বড় গ্যাস সিলিন্ডার থেকে ছোট সিলিন্ডারে রিফিলিং করা হতো। আজ সকালে একটি সিলিন্ডার ব্লাস্ট করায় ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে, পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় তার দোকান।
আগুন নিয়ন্ত্রণে আনার পর দমকল বিভাগের স্টেশন অফিসার মনোজ কুমার দাস জানান কিভাবে আগুন লেগেছে এখনই বলা সম্ভব নয় তবে আগুন বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে।

স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার সকাল সাড়ে নয়টা নাগাদ রঞ্জিত খান নামে এক ব্যক্তির সাইকেল দোকানে গ্যাস সিলিন্ডারে পাইপ ফেটে নিমেষের মধ্যে আগুন লেগে যায় আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হয় সাইকেল রিপেয়ারিং এর দোকান সহ পাশের একটি গোলদারী দোকান ও। অগ্নিকাণ্ডের ঘটনায় অল্প বিস্তার জখম হন জখম সাইকেল রিপিয়ারিং দোকানের মালিক রঞ্জিত খা । তাকে শোভাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। সাতসকালে এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্যে পরিবেশ সমগ্র এলাকা জুড়ে।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর