শুক্রবার সকালে সমাবর্তন অনুষ্ঠান ধানবাদে যান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্ম। এদিন সকালে তিনি আকাশপথে দিল্লী থেকে অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরের। সেখান থেকে বিশেষ বিমানে চড়ে ধানবাদের উদ্যেশ্যে রওনা দেওয়ার আগে রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

বিমানবন্দরের রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে রাজ্যপালের কনভয় সড়ক পথ সরাসরি পৌঁছে যায় দুর্গাপুরের বেনাচিতি বাজারে। সেখানে বাজার ঘুরে দেখেন, তিনি কথা বলেন ব্যবসায়ীদের সঙ্গে চুমুক দিলেন চায়ের ভাঁড়ে। কেনাকাটা করলেন সবজি।

রাজ্যপালের পাশে পেয়ে তার সঙ্গে কথা বলে খুশি বেনাচিতি বাজারের ব্যবসায়ীরা। রাজ্যপাল সাধারণ মানুষের মধ্যে চকলেট বিতরণ করেন। রাজ্যপাল বলেন সরাসরি বাজারে এসে সবার সঙ্গে কথা বলে তাদের অভাব অভিযোগগুলি শুনলাম।বেনাচিতি বাজার ঘুরে রাজ্যপাল সরাসরি চলে যান দুর্গাপুর সার্কিট হাউজে, সেখানে তাকে গার্ড অফ ওনার দেওয়া হয়।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর