বিগত তিন বছরের ধারাবাহিকতার পর এ বছর চতুর্থ বারের মতন দুর্গাপুরের ভারতী রোড সংলগ্ন নতুন পল্লীতে মা তারা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ছট উৎসব উপলক্ষে বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়। শনিবার আয়োজিত এই মহা শোভাযাত্রায় অংশগ্রহণ করেন প্রায় এক হাজারের বেশি ছট ব্রতী। শোভাযাত্রাটি নতুন পল্লী থেকে শুরু হয়ে বি জোনের একাধিক এলাকা প্রদক্ষিণ করে আবার নতুন পল্লীতে শেষ হয়।
অন্যদিকে এলাকার ছট ব্রতীদের জন্য পূজোর সামগ্রী বিতরণের আয়োজন করেন সমাজসেবী জিয়া খান। তিনি বলেন, “প্রতিবছরই ব্রতীদের পুজোর সামগ্রী দেওয়া হয়। তবে এ বছর শোভাযাত্রা ও পূজোর সামগ্রী বিতরণ একই দিনে হওয়ায় সুষ্ঠুভাবে সবকিছু সম্পন্ন হচ্ছে। আমরা সকলে মিলে এই উৎসবকে আনন্দমুখর করে তুলেছি।

এদিন দুটি এসবিএসটিসি বাসে করে বেশ কিছু ছট ব্রতীদের নিয়ে গিয়ে পূজোর প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। একদিকে যেখানে ছট ব্রতীরা মহা শোভাযাত্রায় পথযাত্রা করেন। পাশাপাশি অন্যদিকে একই সময়ে বেশ কিছু ব্রতী পুজো সামগ্রী গ্রহণ করেন। সর্বধর্ম সমন্বয়ের বার্তা নিয়ে এদিনের এই আয়োজন স্থানীয় ছট উৎসবকে সফলতা শিখরে পৌঁছে দেয়।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

