দুর্গাপুরের সিটি সেন্টারে সৃজনী প্রেক্ষাগৃহে এক এক মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো গুরু তেগ বাহাদুর পাবলিক স্কুলের ৫০ তম বর্ষে দশম ও দ্বাদশ শ্রেণীর কৃতী ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। অনুষ্ঠানের সূচনা হয় বিদ্যালয়ের প্রার্থনা সংগীতের মাধ্যমে, এরপর বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির রেজিস্টার সঞ্জয় কুমার, দুর্গাপুর মহকুমা শাসক সৌরভ চ্যাটার্জী, বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি এস গুরু সিমরান পৃথপাল সিং এবং সম্পাদক সুখজিন্দার সিং, প্রিন্সিপাল সুতপা আচার্য সহ অন্যান্যরা। অনুষ্ঠান প্রসঙ্গে প্রিন্সিপাল সুতপা আচার্য বলেন, এই ছাত্র-ছাত্রীদের সাফল্য বিদ্যালয়ের জন্য এক গৌরবময় অধ্যায়। ভবিষ্যতে তারা যাতে আরো বড় সাফল্য অর্জন করতে পারে তার জন্য তাদের অনুপ্রাণিত ও উৎসাহিত করতে এই অনুষ্ঠান।

কৃতি ছাত্র-ছাত্রীদের হাতে সম্মানপত্র স্মারক এবং উপহার সমগ্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানস্থল করতালিতে বারবার মুখরিত হয়ে ওঠে এই কৃতিদের স্বীকৃতির মুহূর্তে। তাদের পরিশ্রম, নিষ্ঠা ও একাগ্রতার ভুয়সী প্রশংসিত হয়। এছাড়া অনুষ্ঠানে ছিল সাংস্কৃতিক পরিবেশনা। যেখানে বিদ্যালয় ছাত্রছাত্রীরা সংগীত ও নৃত্যের মাধ্যমে অতিথিবৃন্দ, শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের মন জয় করে। এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মনে নতুন উদ্যম প্রেরণা যোগাবে যাতে তারা ভবিষ্যতের পথে আরও দৃঢ়ভাবে এগিয়ে যেতে পারে।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর