দুর্গাপুরের ১৯ নম্বর জাতীয় সড়কের ওপর দাউ দাউ করে জ্বলছে চারচাকা গাড়ি। থমকে গেল ১৯ নম্বর জাতীয় সড়কে যান চলাচল।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুর থানার অধীন কাদারোড এলাকায়। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন ও দুর্গাপুর থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি চার চাকার গাড়ি দুর্গাপুরের দিক থেকে আসানসোলের দিকে সার্ভিসিং করানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। তখনই সেই চার চাকার গাড়িটিতে অগ্নিসংযোগ ঘটে।

সূত্রে জানা যায় আগুনের তীব্রতা এতটাই ছিল গাড়িটির ইঞ্জিনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। দমকল বাহিনীর বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং দুর্গাপুর থানার পুলিশ ও ট্রাফিক গার্ডের তৎপরতায় জাতীয় সড়কে স্বাভাবিক হয় যান চলাচল। দমকলের আধিকারিক রাজীব ঘটক বলেন, সম্ভবত “শর্ট সার্কিট থেকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

চারচাকা গাড়িটি সার্ভিসিং এর জন্য আসানসোলে নিয়ে যাওয়া হচ্ছিল। হতাহতের কোন খবর নেই, তবে গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে। এ বিষয়ে গাড়ির মালিক কোন কিছু জানাতে চায় নি।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর