বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত গোগলা অঞ্চলের রসিক ডাঙ্গা গ্রামে। সূত্রের খবর অনুযায়ী অনুমান, ইলেকট্রিক্যাল শর্ট সার্কিটের ফলে ভয়াবহ এই অগ্নিকাণ্ডে গোটা বাড়িসহ এক যুবকের নাম আশিস বাউড়ি বয়স আনুমানিক ত্রিশ বছর। ঘটনাস্থলে ছুটে আসে গ্রামবাসীরা এবং গোগলা অঞ্চল সভাপতি গৌতম ঘোষ। স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করে। আগুন নিয়ন্ত্রণে আসার তড়িঘড়ি অ্যাম্বুলেন্সে করে আগুনে ঝলসে যাওয়া যুবকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

গোগলা অঞ্চল সভাপতি গৌতম ঘোষ বলেন, অনুমান করা যাচ্ছে শর্ট সার্কিটের ফলে এই অগ্নিকাণ্ড ঘটেছে আগুনে ঝলসে যাওয়া যুবককে হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানান আগুনের রেশ এতটাই তীব্র ছিল যা গ্রামবাসীদের পক্ষে নেভানো প্রায় অসম্ভব হয়েছিল। আজ অর্থাৎ মঙ্গলবার সূত্রের খবর অনুযায়ী ভোর তিনটে নাগাদ অগ্নিকাণ্ড ঝলসে যাওয়া যুবক আশীষ বাউরী মৃত্যু হয়। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে রসিক ডাঙ্গা এলাকায়, শোকস্তব্ধ গ্রামবাসী।
ব্যুরো রিপোর্ট, Lcw India পাণ্ডবেশ্বর