আজ ২৬ শে জানুয়ারি ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবস। আজকের এই দিনটি ১৯৫০ সালের ভারতীয় সংবিধান কার্যকরী হওয়ার পর থেকেই ভারত একটি সার্বভৌম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র দেশ হয়ে ওঠে। আর তারপর থেকেই সারা দেশ জুড়ে এই দিনটিকে শ্রদ্ধার সাথে পালন করে আসছে। সেই মতো লাউ দোহা ফরিদপুর অঞ্চলের গোগলা গ্রাম পঞ্চায়েতে অঞ্চল সভাপতি গৌতম ঘোষের উদ্যোগে দেশের ৭৬ তম প্রজাতন্ত্র দিবস পালন করা হলো। এদিন অঞ্চল সভাপতি গৌতম ঘোষ পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোগলা অঞ্চল সভাপতি গৌতম ঘোষ, পঞ্চায়েত প্রধান শ্যামল বাগদি, নেতা বিশ্বজিৎ ঘোষ, কাঞ্চন ঘোষ সহ তৃণমূল কংগ্রেসের বিভিন্ন কর্মী এবং সমর্থকরা। পতাকা উত্তোলনের পর অঞ্চল সভাপতি গৌতম ঘোষ বলেন আজকে ২৬ শে জানুয়ারি ৭৬ তম প্রজাতন্ত্র দিবস প্রজাতন্ত্র দিবসের দিনে গোগলা অঞ্চলে বিভিন্ন জায়গায় পতাকা উত্তোলন করার পাশাপাশি গোগলা অঞ্চল তৃনমূল কংগ্রেস কার্যালয়ে মনীষীদের প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধার সঙ্গে আজকের দিনটি পালন করা হয়েছে এছাড়া ২০২২ সালে মাধাইপুর খোলা মুখ খনিতে একটি দুর্ঘটনায় চারজনের শ্রমিকের প্রাণহানি হয়। প্রতি বছরের মত এ বছরও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর নির্দেশে প্রজাতন্ত্র দিবসে ওই দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এছাড়াও তাদের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি সেই পরিবার গুলির হাতে এক মাসের খাদ্য সামগ্রী এবং শীতের পোশাক তুলে দেওয়া হয়।
পাশাপাশি তিনি আরো বলেন আজকের দিনে আমার প্রজাতন্ত্র দিবস পালনের পাশাপাশি দুর্ঘটনা গ্রস্থ সেই পরিবারগুলিকে মনে রেখেছেন। এদিন গোগলা অঞ্চল সভাপতির কাছ থেকে সাহায্য পেয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
এলাকার মানুষের সুখ দুঃখের কথা শুনে তাদের সমস্যাগুলির সমাধান করাটাই গোগলা অঞ্চল কমিটির কাজ। দেশের ৭৬ তম প্রজাতন্ত্র দিবসে গোললা অঞ্চলের পক্ষ থেকে এলাকার সকল মানুষদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
গোগলা থেকে তরুণ বাউরি রিপোর্ট Lcw India