শ্রমিকদের অধিকারের দাবিতে লাগাতার ১৯ দিন ধরে অনশনে দুর্গাপুর ভূমি রক্ষা কমিটির সভাপতি ধ্রুবজ্যোতি মুখার্জি। দুর্গাপুরে সিমেন্ট কারখানার গেটের সামনে অস্থায়ী মঞ্চ করে সেখানে আমরণ অনশন করছেন তিনি। দুর্গাপুরে বিড়লা সিমেন্ট কারখানার গেটের সামনে শ্রমিকদের নায্য অধিকারের জন্য এই অনশন জানালেন দুর্গাপুর ভূমিরক্ষা কমিটির সভাপতি ধ্রুবজ্যোতি মুখার্জি। তিনি জানান যতদিন না পর্যন্ত শ্রমিকরা তাদের প্রাপ্য অধিকার ফিরে পাচ্ছে ততদিন তারা এই আন্দোলন চালিয়ে যাবে।

এইদিন অনশনকারীর সঙ্গে দেখা করতে এলেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। তিনি সমস্ত ঘটনার শুনে এবং কাগজপত্র দেখার পর কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে বলেন, রাজ্যের প্রতিটি প্রান্তেই একই অবস্থা। এই কারখানাতেও শ্রমিকরা ন্যায্য অধিকার পাচ্ছে না। তিনি জানান আগামী সোমবার ও মঙ্গলবারের মধ্যে যদি শ্রমিকদের দাবি পূরণ না হয় তাহলে তারা আন্দোলনের পথে হাঁটবেন।

তিনি আরো জানান সমাপ্ত ঘটনার বিস্তারিত তথ্য নিয়ে জাতীয় শ্রমন্তকের কাছে অভিযোগ জানাবেন। টানা ১৯ দিন ধরে সিমেন্ট কারখানার অস্থায়ী শ্রমিকদের ৯ দফা দাবিতে ভূমি রক্ষা কমিটির পক্ষ থেকে অনশন এবং বিক্ষোভ কর্মসূচি চলছে।
সমরেন্দ্র দাস, Lcw India