স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ স্বামীর! রোমহর্ষক এই ঘটনা দুর্গাপুরে। দুর্গাপুরের ধোবিঘাট এলাকার বি ব্লকের 4B/29 নং বাড়িতে স্ত্রীর রক্তে হাত রাঙিয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন প্রাক্তন শিক্ষক দুর্গাদাস কর, বয়স ৭৫ বছর। ঘাতক দুর্গাদাস বোকারোয় স্কুল শিক্ষক ছিলেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ঘটে যাওয়া এই ঘটনায় শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। স্থানীয়দের অনুমান, প্রথমে ফটো ফ্রেম দিয়ে মাথার পেছনে আঘাত করে। এরপর কাটারি বা অন্য কোনো ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কুপিয়ে খুন করা হয়েছে মুকুলদেবীকে।

অন্যদিকে মৃতার পুত্র শান্তনু কর জানায়, তিনি সন্ধ্যার সময় টিউশন পড়াতে বাড়ির বাইরে গিয়েছিলেন। তার আগে ঘরে কোনো রকম অশান্তির ঘটনা ঘটেনি। এরপর পাড়া-প্রতিবেশীর কাছে খবর পেয়ে ঘরে আসতেই মায়ের রক্তাক্ত দেহ দেখতে হতাশায় ভেঙে পড়েন।

সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তির নাম দুর্গাদাস কর, পেশায় অবসরপ্রাপ্ত শিক্ষক। ২০০৯ সালের বোকারোর একটি স্কুল থেকে শিক্ষকতায় অবসর গ্রহণ করার পর ২০১৪ সালে দুর্গাপুরের ধোবিঘাটে এসে নিজ বাড়ি বানিয়ে বসবাস শুরু করেন। মৃতা মহিলার নাম মুকুল কর, বয়স আনুমানিক ৫৬ বছর। স্থানীয়রা জানিয়েছেন, সকালেও স্বামী-স্ত্রীকে একসঙ্গে দেখা গিয়েছিল, এবং বিকেল বেলায় পাড়ার কলে জল নিতে দেখা গেছে মুকুল দেবিকে। কিন্তু সন্ধ্যা নামতেই চিত্রটা বদলে যায় “কর পরিবারের”! হঠাৎই পুলিশ আসে এলাকায়, মানুষের ভিড় জমতে শুরু হয়। তখনই জানাজানি হয় নিজের স্ত্রীকে খুন করে ঘাতক দুর্গাদাস নিজেই গিয়ে দুর্গাপুর থানায় আত্মসমর্পণ করেছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে পাঠিয়েছে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে সেখান থেকে মৃতদেহ নিয়ে যাওয়া হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। কী কারণে নির্মম এই হত্যাকাণ্ড? তা জানতে তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানার পুলিশ।।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর