দুর্গাপুরে সিটি সেন্টার এলাকায় আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের অনুমোদিত পার্কিং গুলি বৈধতা শেষ হয়েছে ২০২৪ সালের ২২ শে আগস্ট। এরপর নতুন করে লিজের টেন্ডার না হওয়া পর্যন্ত আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে সমস্ত পার্কিং গুলি জনসাধারণের জন্য বিনামূল্যে করে দেওয়া হয়েছে। অথচ মেয়াদ উত্তীর্ণ সেই সব পার্কিং গুলিতে চলছে জুলুমবাজি। শনিবার বিকেল পাঁচটা নাগাদ সিটি সেন্টারের একটি বহুজাতিক শপিংমলের সামনে এই অবৈধ পার্কিংয়ের খবর করতে গিয়ে রীতিমত হুমকির মুখে পড়তে হয় সাংবাদিকদের। সেখানে দুর্গাপুরের এক প্রভাবশালী ব্যক্তি তার সাগরেদদের নিয়ে প্রভাব খাটিয়ে দিনের পর দিন পার্কিংয়ের নামে তোলাবাজি করেই চলেছে রীতিমতো আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের নামে ছাপানো বিল দিয়ে চলছে এই তোলাবাজি। এই ঘটনার সত্যতা যাচাই করতে সাংবাদিকরা সেখানে গেলে ওই পার্কিংয়ে দায়িত্বে থাকা প্রভাবশালী ব্যক্তি তার দলবলকে সঙ্গে নিয়ে সাংবাদিকদের ওপর চড়াও হয়, এমনকি তাদের ক্যামেরা ও মোবাইল ভেঙ্গে দেওয়ার হুমকি দেয়। এই ঘটনা জানাজানি হতে খুবই ফেটে পড়ে দুর্গাপুরে সাংবাদিক মহল। তারা আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের বর্তমান চেয়ারম্যান কবি দত্তের কাছে বিষয়টি জানতে চাওয়া হলে তিনি বলেন বহুদিন আগেই মেয়াদ উত্তীর্ণ হওয়ায় পার্কিং গুলি জনসাধারণের জন্য বিনামূল্যে করে দেওয়া হয়েছিল। কিন্তু জানিনা কোন অদৃশ্য শক্তির প্রভাবে কে বা কারা এই ধরনের জুলুমবাজি চালাচ্ছে।
অন্যদিকে ওই পার্কিংয়ে কর্মরতা এক মহিলা বলেন যিনি পার্কিং এর দায়িত্বে আছেন সে এই মুহূর্তে বাইরে আছে তাই তিনি এ বিষয়ে কিছু বলতে পারবেন না।
এদিকে যে সমস্ত জনসাধারণ ওই পার্কিংয়ে বাহন রেখেছিলেন তাদের টাকা ফেরত দিয়ে দেওয়া হয় বলে বলে জানান পার্কিংয়ে বাহন রাখা মালিকরা।
এই পর্যন্ত সব ঠিক থাকলেও, এখন একটা প্রশ্ন শিল্পাঞ্চলে উঠেছে তা হল অবৈধ পার্কিংয়ে জুলুমবাজি গায়ের জোরে প্রভাব খাটিয়ে যে ব্যক্তি অবৈধভাবে ব্যবসা চালাচ্ছিল সে বা তারা কোন ঔদ্ধত্যে পেশী শক্তি প্রয়োগ করে সাংবাদিকদের গায়ে হাত দেওয়া ও তাদের ক্যামেরা ভেঙে দেওয়ার মতো সাহস পায় কোথা থেকে??
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর