spot_img
Monday, September 8, 2025
Durgapur
haze
33.2 ° C
33.2 °
33.2 °
66 %
2.6kmh
40 %
Mon
33 °
Tue
35 °
Wed
36 °
Thu
31 °
Fri
33 °
Homeদুর্গাপুরআর ডি বর্মনের আবক্ষ মূর্তি ও স্টুডিও পঞ্চমের উদ্বোধন

আর ডি বর্মনের আবক্ষ মূর্তি ও স্টুডিও পঞ্চমের উদ্বোধন

-

দুর্গাপুর শিল্পনগরী হিসেবে পরিচিত, তেমনি এখানে সংস্কৃতি ও সংগীত চর্চার পরিসরও রয়েছে। এই ধারাবাহিকতায় শহরের এক বিশিষ্ট সঙ্গীতশিল্পী এক যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেন তিনি তার নিজস্ব বাসভবনে গড়ে তুলেছেন সঙ্গীত জগতের এক কিংবদন্তি রাহুল দেব বর্মন তথা আর ডি বর্মনের আবক্ষ মূর্তি এবং পাশাপাশি একটি অত্যাধুনিক সংগীত রেকর্ডিং স্টুডিও যার নাম রাখা হয়েছে “স্টুডিও পঞ্চম”। রথ যাত্রার পুণ্য লগ্নে এই মহৎ উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দুর্গাপুর নগর নিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়। এছাড়াও এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর নিগমের প্রশাসক বোর্ডের সদস্য রাখি তিওয়ারি সহ কলকাতার কয়েকজন সংগীত শিল্পী। এদিন কিংবদন্তি শিল্পী আর ডি বর্মনের আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করে মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন, অসাধারণ লাগছে কিংবদন্তি  শিল্পীর আবক্ষ মূর্তি নিজের বাড়িতে স্থাপন করার জন্য। এটা একজন সঙ্গীত পাগল মানুষই করতে পারে।

স্টুডিও পঞ্চম শুধুমাত্র আধুনিক প্রযুক্তি সম্পন্ন রেকর্ডিং স্টুডিওই নয় একে ঘিরে তৈরি হচ্ছে এক নতুন সংগীত চর্চার করি মন্ডল। যেখান থেকে নবীন শিল্পীরা তাদের প্রতিভা বিকাশের সুযোগ পাবে। আর ডি বর্মনের মূর্তিটি শুধুমাত্র একজন শিল্পীর প্রতি শ্রদ্ধা জানানো হয় এটি একটি ভাবনা চর্চা, একটি প্রজন্মের সংগীত ঐতিহ্যের প্রতি ভালবাসা। নিজেও বাসভবনে আর ডি বর্মনের আবক্ষ মূর্তি স্থাপন করে কি জানালেন সংগীত শিল্পী ও সুরকার অমিতাভ দে শোনাবো আপনাদের।

 কিংবদন্তি সংগীতশিল্পী সুরকার আরডি বর্মন। শুধু একজন সুরকার ছিলেন না তিনি ছিলেন এক বিস্ময় যিনি সংগীতের ভাষা বদলে দিয়েছেন। এই উদ্যোগ তার প্রতি কৃতজ্ঞতার এক ক্ষুদ্র নিবেদন। এই ধরনের সাংস্কৃতিক ও শিল্পভিত্তিক উদ্যোগ দুর্গাপুরের মতন শিল্পাঞ্চলকে এক নতুন  দিশা দেখাবে বলে আশা করছেন শহরবাসী। স্টুডিও পঞ্চম ও আর ডি বর্মনে আবক্ষ মূর্তি ভবিষ্যতে সংগীত চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠবে এটাই প্রত্যাশা শিল্পাঞ্চল বাসীর।।

সমরেন্দ্র দাস, Lcw  India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts