সকালের নির্মল হাওয়ায় আজ যেন ভেসে আসছিল স্বাধীনতার সুবাস। দেশের ৭৯ তম স্বাধীনতা দিবসের প্রভাতে দুর্গাপুরের চতুরঙ্গ পূজা ময়দান থেকে শুরু হল এক অভিনব যাত্রা, একদল তরুণের দেশপ্রেমে ভরা বাইক র্যালি। এই র্যালির আয়োজক সমাজসেবী শুভনীল বিশ্বাস, যার স্বপ্ন রাজনীতির গণ্ডি ছাড়িয়ে যুবসমাজকে একত্রিত করা, ভ্রাতৃত্বের হাত ধরে সমাজের কাজে লাগানো।

কোনও রাজনৈতিক ব্যানার নয়, কোনও ধর্মীয় বিভেদ নয়, নয় কোনও দলীয় প্রচার। শুধু একটাই বার্তা- “আমরা ভারতীয় আমরা এক”। এদিন বাইক র্যালির শুরুতে আয়োজক শুভ্রনীল বিশ্বাস আবেগ ঘন কণ্ঠে বলে আজকের দিনে আমরা দেখাতে চাই রাজনীতি ছাড়াও দেশপ্রেম আছে, একতার শক্তি আছে।

স্বাধীনতা দিবসের সকালে এই বাইক র্যালিটি সিটি সেন্টারের চতুরঙ্গ ময়দান থেকে শুরু করে এমএএমসি হয়ে বিধান নগর প্রদক্ষিণ করে। পথে পথে মানুষের চোখে পড়েছে একতার ছবি। তরুণদের হাতে জাতীয় পতাকা আর মুখে উদ্দিপ্ত স্লোগান “ভারত মাতা কি জয়”। ইঞ্জিনের গর্জনে আর দেশপ্রেমের জোয়ারে ভরে উঠল শহরের রাস্তাঘাট। আজকের এই উদ্যোগ শুধু স্বাধীনতা উদযাপন নয় এ যেন এক অঙ্গীকার যেখানে জাতি ধর্মের বিভাজন মুছে গিয়ে দাঁড়িয়েছে এক সুরে এক পতাকার তলে।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর