সোমবার বিকেলে দুর্গাপুরের মসজিদ মহল্লা এলাকার মসজিদে সর্বধর্ম সমন্বয়ে একটি ইফতার পার্টির আয়োজন করা হয়। এদিন এই ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন দুর্গাপুর নিগম প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি , সদস্য ধর্মেন্দ্র যাদব, রাখি তেওয়ারি, তৃণমূল নেতা পঙ্কজ রায় সরকার, ২ নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি উজ্জল মুখার্জি, বিশিষ্ট সমাজসেবী সুদেব রায়, পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী সহ তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের সদস্যরা। এদিন এই ইফতার পার্টিতে অংশগ্রহণ করে নগর নিগম প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি বলেন সারাবছর আমরা এই দিনটার জন্য অপেক্ষা করি। সকলে মিলে সর্ব ধর্ম সমন্বয়ে আজ এই ইফতার পার্টি সংঘটিত হয়।

অন্যদিকে মসজিদ মহল্লা ওয়েলফেয়ার সোসাইটির সদস্য মোঃ চাঁদ বলেন প্রতিবছর আমরা এই এলাকার সমস্ত জনসাধারণকে ইফতার পার্টিতে আমন্ত্রণ জানাই।
রমজান মাসে মসজিদ মহিলা ওয়েলফেয়ার সোসাইটি আয়োজনে এই ইফতার পার্টি এলাকার সর্বধর্ম মানুষের সমন্বয়ে খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হয়।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর