
আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে দুর্গাপুর মহকুমা হাসপাতাল চত্বরে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন উপলক্ষে এদিন হাসপাতাল কর্মীদের বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান তথা দুর্গাপুর মহকুমা হাসপাতাল রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ধীমান মন্ডল, দুর্গাপুর নগর নিগম প্রশাসক মন্ডলীর সদস্য দীপঙ্কর লাহা ও সদস্যা রাখি দিওয়ালি সহ অন্যান্য বিশিষ্ট যানেরা ও হাসপাতালের চিকিৎসক ও নার্সেরা। এদিন প্রায় ৫০ জনের মতো স্বেচ্ছায় রক্তদাতা রক্ত দান করেন।
