ভয়াবহ কত দুর্ঘটনায় প্রাণ হারানো দুজন গুরুতর আহত আরো একজন। শনিবার দুপুরে কাঁকসার সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে দ্রুত গতিতে চার চাকা গাড়ির ধাক্কায় এই মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের জেরে গাড়িটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। পুলিশ সূত্রে জানা গেছে নদীয়ার কল্যাণী থেকে মুচিপাড়ার একটি বেসরকারি হোটেলে বৈঠকে যোগ দিতে আসলেন জিন্দাল সংস্থার দুই জেনারেল ম্যানেজার ও তাদের গাড়ির চালক। পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি টোল প্লেজার সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজরে ধাক্কা মারে। গাড়ির সামনের অংশে থাকার দুজন ঘটনাস্থলেই মারা যান। মৃতদের একজন জিন্দাল সংস্থার জেনারেল ম্যানেজার গৌতম জানা (৫০) ।অপরজন গাড়ির চালক যার নাম পরিচয় এখনো জানা যায়নি। গাড়ি র পিছনের অংশে আসনে থাকা ম্যানেজার সন্দীপ চক্রবর্তী (কল্যাণী নিবাসী), গুরুতর আহত হন, তাকে দ্রুত উদ্ধার করে দুর্গাপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। এই দুর্ঘটনা প্রসঙ্গে জিন্দাল মাইথন সংস্থার কর্মী অরিন্দম মন্ডল জানান, “আমার সঙ্গে আধঘন্টা আগে কথা হয়েছিল তারা মুচিপাড়ার একটি বিশেষ করে হোটেলে বৈঠকে যোগ দিতে আসছিলেন। এরপর এই দুর্ঘটনার খবর পাই।”

অন্যদিকে জাতীয় সড়কের অ্যাম্বুলেন্সে কর্মরত মনোজ সিং জানান, “আমরা খবর পেয়ে এখানে এসেছি এরপর দেখলাম দুজন মারা গেছে এবং একজনের অবস্থা আশঙ্কাজনক।”

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ ও ট্রাফিক গার্ড। উদ্ধার কার্য চালিয়ে ক্ষতিগ্রস্ত গাড়িটিকে সরিয়ে জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়। পুলিশ দুর্ঘটনার কারণ খুঁজে দেখতে তদন্ত শুরু করেছে।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

