দেবিপক্ষে সূচনাতেই দুর্গাপুরে শুরু হয়েছে উৎসবের আমেজ শহরের অন্যতম জনপ্রিয় আয়োজক জঙ্গলমহল একাদশ সংঘ ষষ্ঠ বয়সে পদার্পণ করল তাদের কালীপুজো এবারের বিশেষ আকর্ষণ “ভুতের আড্ডাখানা” থিম। যা ইতিমধ্যেই দুর্গাপুরবাসীর কৌতূহল বাড়িয়ে দিয়েছে। জঙ্গলমহল ক্লাব সংলগ্ন অঞ্চল ঘনসবুজ জঙ্গলে ঘেরা। সেই জঙ্গলকে কেন্দ্র করে প্রতিবছরই নতুনত্ব ও অভিনবত্বে ভরা থিম তৈরি করে থাকে আয়োজকরা এ বছরও তার ব্যতিক্রম নয়। আয়োজকরা জানিয়েছেন থিমের মধ্যে দিয়ে দর্শকদের ভয় আর রোমাঞ্চের ভিন্ন আবহ উপহার দেওয়াই তাদের উদ্দেশ্য। তবে এবারের বাজেট নিয়ে মুখ খুলতে চান নি ক্লাব সদস্যরা।

শুধু প্যান্ডেল ও প্রতিমা নয় প্রতিবছরের মত এবারও বিশাল মাঠ জুড়ে বসবে মেলা। পাশাপাশি থাকছে অস্থায়ী সাংস্কৃতিক মঞ্চ যেখানে দর্শকদের মনোরঞ্জনের জন্য অনুষ্ঠিত হবে নানান সংস্কৃতিক অনুষ্ঠান। জঙ্গলমহল একাদশ সংঘের কালীপুজোর বিশেষ নাম রয়েছে। থিম সৃজনশীলতা ও জমজমাট আয়োজনের জন্য প্রতি বছরই এখানে থাকে দর্শকদের ভিড়। ষষ্ঠ বর্ষে “ভূতের আড্ডাখানা” কতটা সারা ফেলে সেটাই এখন দেখার অপেক্ষায়।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর