রবিবাসরীয় সকালে দুর্গাপুরের কনিষ্ক- হর্ষবর্ধন – সি আর দাস এভিনিউর, বিধানপল্লী দুর্গাপুজো কমিটি তাদের ৫৯ তম বর্ষে দুর্গোৎসবের সূচনা করলো খুঁটি পূজোর মাধ্যমে। পুরোহিতের বৈদিক মন্ত্রের মধ্য দিয়ে অতি ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে খুঁটি পুজো সম্পন্ন করল বিধান পল্লী দুর্গাপূজা কমিটির সদস্যরা। এদিন খুঁটিপুজো করে পুজো কমিটির সদস্য টুবাই সরকার জানায়, এ বছর তাদের দুর্গোৎসব ৫৯তম বর্ষে পদার্পণ করেছে। মন্ডপ এবং প্রতিমায় থাকছে চমক যা ক্রমশ প্রকাশ্য।

বিধানপল্ল ীর বিধান পল্লী দুর্গা পুজো কমিটির সকল সদস্য এবং এলাকাবাসী একত্রিত হয়ে দুর্গাপুজোর প্রস্তুতির সূচনার এক গুরুত্বপূর্ণ ধাপ খুঁটিপূজো সম্পন্ন করে।

পুজোর চার দিন রয়েছে সাংস্কৃতিক ও সামাজিক বিভিন্ন অনুষ্ঠান। দুর্গাপুরের প্রাচীনতম পুজো গুলির মধ্যে অন্যতম এই দুর্গাপুজো। চিরাচরিত প্রথায় ঘরোয়া পরিবেশে বিগত বছরগুলির মতন এবারও দুর্গাপূজায় মাতোয়ারা হতে প্রস্তুত।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর