আইপিএল আবহে চোখে কাপড় বেঁধে ‘টি-টোয়েন্টি’ খেললেন সাংসদ কীর্তি আজাদের কীর্তিতে হতবাক সবাই। শনিবার সন্ধ্যায় কলকাতার ইডেন গার্ডেনে শুরু হতে চলেছে আইপিএল-২০২৫। দেশ জুড়ে বিরাট উচ্ছ্বাস। সেই দিনই দুর্গাপুরের ৫নং ওয়ার্ডের কাশীরাম মাঠে অনুষ্ঠিত হচ্ছে একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে ‘টি-টোয়েন্টি ব্লাইন্ড ক্রিকেট প্রতিযোগিতা’। শনিবার সাত সকালেই খেলার উদ্বোধন করতে পৌঁছালেন সাংসদ তথা ১৯৮৩ বিশ্বকাপ জয়ী ক্রিকেটার কীর্তি আজাদ। চোখে কাপড় বেঁধে নামলেন মাঠে। দৃষ্টিহীনদের সাথে ক্রিকেট খেলেই উদ্বোধন করলেন খেলার।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদের পাশাপাশি প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, প্রাক্তন কাউন্সিলর দেবব্রত সাঁই প্রমুখ। সাংসদ কীর্তি আজাদ বলেন,”আজকে যা শিখলাম জীবনে কোনদিন শিখিনি। চোখের আর দেখতে পায় না কিন্তু মনের জোরে এরাও খেলতে পারে। দৃষ্টিহীনরাও এগিয়ে যাচ্ছে। ওরাও লড়াই করে বাঁচতে জানে। ওদের মধ্যে বাড়তি উৎসাহ রয়েছে। আমিও ওদের সাথে এই খেলায় অংশ নিতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। আমরা ওদের পাশে দাঁড়াবো প্রত্যেক মুহূর্তে।”

উদ্যোক্তারা বলেন, “আমরাও দৃষ্টিহীনদের নিয়ে বিশেষ কিছু করতে চাই। আমাদের ডাকে সাড়া দিয়েছিলেন সাংসদ কীর্তি আজাদ। আমরা নিজেদের গর্বিত মনে করছি।”