শিল্পনগরী দুর্গাপুরের প্রথমবার পথ চলা শুরু করল ভারতের অন্যতম বিখ্যাত বিউটি ও মেকআপ প্রশিক্ষণ প্রতিষ্ঠান ল্যাকমি একাডেমি শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের অম্বুজা কলোনীত অবস্থিত এই একাডেমির উদ্বোধনী অনুষ্ঠান হয় আড়ম্বরের সঙ্গে। উদ্বোধনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুরের বহু খ্যাতনামা মেকআপ আর্টি স্ট বিউটি প্রফেশনাল এবং স্থানীয় বিশিষ্ট জনেরা, ল্যাকমি একাডেমি আগমনে দুর্গাপুরে বিউটি ও গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে আগ্রহী তরুন তরুণীদের জন্য এক নতুন দিগন্তের সূচনা হলো।

অনুষ্ঠানে উপস্থিত অতিথি তথা বিশিষ্ট উদ্যোগপতি সন্দীপ দে একাডেমির আধুনিক পরিকাঠামো দূর্গাপুরের বিউটিশিয়ানদের শিক্ষাক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ সংযোজন বলে অভিহিত করেন। দুর্গাপুর তথা পশ্চিম বর্ধমান জেলায় হে প্রথম এই ধরনের একটি আন্তর্জাতিক মানের বিউটি ও মেকআপ প্রশিক্ষণ কেন্দ্র শুরু করে ল্যাকমি একাডেমির দুর্গাপুর শাখার মুখ্য উদ্যোক্তা অর্পিতা জানান এখানে আন্তর্জাতিক মানের প্রশিক্ষকরা মেকআপ, হেয়ার স্টাইলিং স্কিন কেয়ার ও কসমেটোলজির উপর প্রশিক্ষণ দেবেন। উদ্বোধনী দিনের বিশেষ আকর্ষণ ছিল একটি লাইভ মেকআপ ডেমোসেশন এবং ইন্ডাস্ট্রিস অভিজ্ঞদের সঙ্গে সরাসরি মতবিনিময় পর্ব।

অন্যদিকে কলকাতা ল্যাকমি একাডেমির রিজিওনাল আধিকারিক জানান, “আমাদের লক্ষ্য শুধু সৌন্দর্য শিল্পে প্রশিক্ষণ দেওয়া নয় বরং একজন শিক্ষার্থীকে একটি পূর্ণাঙ্গ পেশাদার মেকআপ আর্টিস্ট হিসেবে গড়ে তোলা দুর্গাপুরের ছাত্রছাত্রীরা যাতে দেশে-বিদেশে গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে স্থান করে নিতে পারে সেই লক্ষ্যেই ল্যাকমি একাডেমীর প্রচেষ্টা।

ল্যাকমি একাডেমির পথ চলা দুর্গাপুরে সৌন্দর্য শিল্প ও কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে দেবে। এমনটাই আশা করছেন সকলে।।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর