ফুটবল বিশ্বে প্রতিনিয়ত জন্ম নেয় নতুন তারকা। তবে কিছু খেলোয়াড় আসেন, যারা এক ঝলকেই বদলে দেন খেলার ধারা। আজ আমরা কথা বলবো এমনই এক বিস্ময় বালকের সম্পর্কে—লামিন ইয়ামাল! মাত্র ১৬ বছর বয়সেই যিনি বার্সেলোনার জার্সি গায়ে লা লিগায় ঝড় তুলেছেন।
১৩ জুলাই, ২০০৭ সালে স্পেনের এসপ্লুগেস দে ইয়োব্রেগাতে জন্ম লামিন ইয়ামালের। বাবা মরক্কান, মা ইকুয়াটোরিয়াল গিনির। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি অগাধ ভালোবাসা। মাত্র সাত বছর বয়সে যোগ দেন বার্সেলোনার বিখ্যাত লা মাসিয়া একাডেমিতে।
লা মাসিয়া থেকে উঠে আসা ইয়ামালের মধ্যে বার্সার ঐতিহ্যবাহী টিকিটাকা ফুটবলের ছাপ স্পষ্ট। তার ড্রিবলিং, গতি, নিখুঁত পাসিং আর ভয়ডরহীন আক্রমণাত্মক খেলা ফুটবলবোদ্ধাদের নজর কাড়ে। মাত্র ১৫ বছর বয়সেই বার্সার সিনিয়র দলে ডাক পান।

২০২৩ সালে মাত্র ১৫ বছর বয়সে বার্সেলোনার মূল দলের হয়ে অভিষেক করেন ইয়ামাল, যা তাকে ক্লাবের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের খেতাব দেয়। তার অসাধারণ স্কিল, বল কন্ট্রোল এবং দূরপাল্লার শট ইতোমধ্যেই তাকে লিওনেল মেসির উত্তরসূরি বলে ভাবতে বাধ্য করছে অনেককে।
বার্সেলোনার হয়ে দুর্দান্ত খেলার পর, ইয়ামালকে ডাক দেয় স্পেন জাতীয় দল। ২০২৩ সালে অভিষেক ম্যাচেই দেখিয়ে দেন, তিনি বড় মঞ্চের জন্যই তৈরি। তার সৃজনশীল ফুটবল স্পেন দলের আক্রমণভাগে নতুন মাত্রা যোগ করেছে।
বিশ্ব ফুটবলে তার ভবিষ্যৎ নিয়ে অনেক আলোচনা চলছে। কেউ বলছেন তিনি হতে পারেন পরবর্তী নেইমার, আবার কেউ তুলনা করছেন মেসির সঙ্গে। তবে ইয়ামাল নিজে বলেছেন, তিনি শুধু নিজের স্টাইলেই খেলতে চান। তার সামনে রয়েছে উজ্জ্বল ভবিষ্যৎ।
ইয়ামালের খেলা দেখে মুগ্ধ ফুটবলপ্রেমীরা। তার নাম নিয়ে ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় বইছে। অনেকে মনে করছেন, ইউরোপের শীর্ষ লিগগুলোর ইতিহাসে তার নাম লেখা থাকবে।
একজন সত্যিকারের ফুটবল প্রতিভার গল্প শুরু হয় এইভাবেই। লামিন ইয়ামাল এখনো তরুণ, তার পুরো ক্যারিয়ার সামনে। তবে যা দেখিয়েছেন, তাতেই বোঝা যায়, তিনি বিশ্ব ফুটবলের আগামী দিনের অন্যতম মহাতারকা হতে চলেছেন। তার উত্থান কি মেসির মতো কিংবদন্তির পথে নিয়ে যাবে? সময়ই বলে দেবে।