লাউ দোহা ফরিদপুর ব্লকের গোরবাজার এলাকায় বৈধ বালি বিক্রির আড়ালে দীর্ঘদিন ধরে চলা অবৈধ বালি কারবারের স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পুলিশ গতকাল অভিযান চালিয়ে বালি বোঝাই একটি ট্রাক্টর ও একটি ১৬ চাকা গাড়ি আটক করেছে। সূত্র মারফৎ জানা যায় গোরবাজার এলাকায় বেশ কিছু বৈধ কাগজপত্র দিয়ে বালি বিক্রি করলেও ওই বৈধ কাগজপত্রের আড়ালেই রমরমিয়ে চলছিল অবৈধ বাড়ি কারবার। বিভিন্ন অভিযোগের ভিত্তিতে পুলিশ বালি বোঝাই দুটি গাড়ি আটক করে। এই ঘটনায় রাজনৈতিক মহলে চাপা উত্তেজনা দেখা যায় প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে স্থানীয় বিজেপি নেতা জিতেন চ্যাটার্জী প্রশাসনের পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, “বহুবার প্রশাসনের কাছে অভিযোগ করার পর অবশেষে পুলিশ নড়েচড়ে বসেছে এবং অবৈধ বালির গাড়ি আটক করেছে। দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত।”
অন্যদিকে তৃণমূল নেতা সুজিত মুখার্জি পরিষ্কার ভাষায় জানিয়েছেন, “অবৈধ বালির কারবার কোনমতেই গ্রহণযোগ্য নয়। যদি কেউ – সে যে দলেরই হোন না কেন! জড়িত পাওয়া গেলে তাকে শাস্তি পেতেই হবে। প্রশাসনকে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে দোষীদের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহনের কোথায় জানিয়েছেন।”
এই ঘটনায় আটক ট্রাক্টর চালক এবং পলাতক ট্রাকের চালক। গাড়ি দুটিকে আটক করেছে লাউদোহা ফরিদপুর থানার পুলিশ।
অবৈধ বালি কারবারে পুলিশি হানা!

